এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষকদের ধর্না মঞ্চে যেতে বাধা বিরোধীদের, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের!

কৃষকদের ধর্না মঞ্চে যেতে বাধা বিরোধীদের, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে যখন সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি, তখন সারা দেশের ঘটনা তুলে ধরে সেই বিজেপিকে পাল্টা কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই কৃষি আইনকে কেন্দ্র করে তোলপাড় হয়ে উঠেছে গোটা দেশ। কৃষক বিদ্রোহের পরেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো নমনীয় মনোভাব গ্রহণ না করায় প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

এই পরিস্থিতিতে গাজীপুরের কৃষকদের ধর্না মঞ্চে এদিন বিরোধীদের পক্ষ থেকে যাওয়ার উদ্যোগ নিতেই রীতিমত পুলিশের পক্ষ থেকে বিরোধী নেতাদের আটকে দেওয়া হল। যেখানে ধর্না মঞ্চ থেকে প্রায় দেড় কিলোমিটার আগে আটকে দেওয়া হয় তৃণমূল সাংসদ সৌগত রায় সহ অন্যান্য বিরোধী দলের সাংসদদের। স্বাভাবিক ভাবেই এই ঘটনা নিয়ে এখন প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। কেন কৃষকদের ধর্না মঞ্চে তাদের এভাবে যেতে দেওয়া হল না, তা নিয়ে সরব হতে দেখা গেছে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে।

বলা বাহুল্য, এদিন কৃষকদের ধর্না মঞ্চে উপস্থিত হতে বিরোধীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রওনা দেয়। যেখানে সৌগত রায় থেকে শুরু করে কানিমোজি, এনকে প্রেমচন্দন সুপ্রিয়া দোলের নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে তাদেরকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়। আর এরপরই গোটা বিষয় নিয়ে সরব হন বিরোধী দলের জনপ্রতিনিধিরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “সংসদের অভ্যন্তরে কৃষকদের দুরাবস্থা নিয়ে আলোচনা করতে দিচ্ছে না। আজ আমাদের দেখাও করতে দিল না। আমরা স্পিকারকে জানাব, এখানে কি ভয়ঙ্কর পরিণতি চলছে! সরকার অসভ্য আচরণ করছে। এখানে ব্যারিকেড দিয়ে, কাঁটাতার দিয়ে আটকানো হচ্ছে। কোনো সভ্য দেশে এসব হয় না।”

বিশ্লেষকরা বলছেন, একটা কৃষি আইনকে কেন্দ্র করে ক্রমশ বিজেপি সরকারের অস্বস্তি বেড়েই চলেছে। গাজীপুরের কৃষকদের পক্ষ থেকে ধরনের আয়োজন করা হলে সেখানে যোগ দিয়ে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে দিতে চাইছিলেন বিরোধী দলের নেতা-নেত্রীরা। কিন্তু মাঝপথে তাদের আটকে দেওয়া নিয়ে যেভাবে সরব হলেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়, তাতে কেন্দ্রের অস্বস্তি দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে বিজেপি, তখন গাজীপুরে যেতে বাধা পাওয়ায় তৃণমূল সাংসদের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে এই ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ নয়া মাত্রা স্থাপন করবে বলেই মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!