এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কৃষকদের স্বার্থ নিয়ে মোদীকে প্রশ্ন সৌগতর, জেনে নিন!

কৃষকদের স্বার্থ নিয়ে মোদীকে প্রশ্ন সৌগতর, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কৃষি আইন নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে। প্রায় এক মাসের বেশি সময় ধরে কৃষকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর কৃষকদের সেই আন্দোলনে পাশে থাকার কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন প্রধানমন্ত্রী কৃষক যোজনার সুবিধা পশ্চিমবঙ্গের কৃষকরা বাদে সকলেই পাচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।

আর পরেই কিছুটা হলেও চাপে পড়ে রাজ্যের তৃণমূল সরকার। বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের জন্য কেন্দ্রের পক্ষ থেকে যে সুবিধা দান করা হচ্ছে, তা পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছে না বলে প্রধানমন্ত্রী দাবি করায় রীতিমত শোরগোল পড়ে যায়। আর অবশেষে এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে পাল্টা শোরগোল তুলে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যেখানে সিপিএমের আমলে নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে নন্দীগ্রাম আন্দোলনের কথা তুলে ধরলেন তিনি।

জানা যায়, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “প্রধানমন্ত্রী কৃষক যোজনার সুবিধা দেশজুড়ে সমস্ত কৃষকরা পাচ্ছেন। পাচ্ছেন না শুধু পশ্চিমবঙ্গের কৃষকরা এবং সেটা পাচ্ছেন না শুধুমাত্র রাজনৈতিক কারণে। কৃষক সম্মান নিধি নিয়ে রাজনীতি করছে বাংলার সরকার।” এদিকে নরেন্দ্র মোদী যখন এই ইস্যুতে তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন, ঠিক তখনই পাল্টা এর জবাব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

সূত্রের খবর, এদিন নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলনে সৌগত রায় বলেন, “মোদি যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যে কথা। কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে বলা হয়েছিল, রাজ্য সরকারের মাধ্যমে টাকা দাও। কিন্তু সরাসরি কৃষকদের টাকা দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে মোদি সরকার।” আর এরপরই নরেন্দ্র মোদির উদ্দেশ্যে একটি প্রশ্ন করেন তৃণমূলের এই প্রবীণ সাংসদ।

তিনি বলেন, “সিপিএমের আমলে নন্দীগ্রামে, সিঙ্গুর আন্দোলন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কৃষকদের কোনো আন্দোলন দেখেছেন!” একাংশ বলছেন, সৌগত রায় এই মন্তব্যের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে চাইলেন যে, বর্তমান তৃণমূল সরকারের আমাদের রাজ্যের কৃষকরা অত্যন্ত নিরাপদে রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে বিগত বাম আমলের কথা তুলে ধরে তখন কৃষকরা সংকটজনক অবস্থায় ছিল বলে দাবি করলেন তৃণমূল নেতা। পাশাপাশি একথা তুলে ধরেও বর্তমান পরিস্থিতিতে কৃষকরা যেভাবে সংকটজনক অবস্থায় লড়াই করছেন, তার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলতে দেখা গেল তাকে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের সাহায্য দেওয়া হলেও বাংলার সরকার তার প্রয়োগ করছে না বলে বিস্ফোরক মন্তব্য করেছেন। যার ফলে অনেকটাই চাপে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে পাল্টা তৃণমূলের হয়ে ব্যাটিং করতে নেমে প্রধানমন্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দিলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়।

যেখানে নিজের মন্তব্যের মধ্য দিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে, বাংলার কৃষকরা এখন সম্পূর্ণরূপে স্বস্তিতে রয়েছে। তাই প্রধানমন্ত্রীর এই ধরনের মন্তব্য অমূলক বলেই বোঝানোর চেষ্টা করলেন দমদমের তৃণমূল সাংসদ বলে দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!