এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কৃষি আইন বাতিলের ঘোষণাতেই উজ্জীবিত বিরোধী শিবির, বিজেপিকে একের পর এক তোপ কংগ্রেস নেতার

কৃষি আইন বাতিলের ঘোষণাতেই উজ্জীবিত বিরোধী শিবির, বিজেপিকে একের পর এক তোপ কংগ্রেস নেতার


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পাঁচ রাজ্যের নির্বাচনের মুখে আজ গুরু নানকের জন্ম জয়ন্তীতে বিতর্কিত তিন কৃষি আইন বাতিল বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানান, তাঁদের কিছু ভুল ছিল। তাঁরা কৃষকদের আইন সম্পর্কে বোঝাতে পারেননি। তবে আজ কাউকে দোষারোপ করার সময় নয়। এই আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিতর্কিত কৃষি আইন বাতিলের ঘোষণার পরেই উজ্জীবিত হয়ে উঠেছে একাধিক বিরোধী শিবির। এ বিষয়ে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে প্রবল কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য জানালেন, লক্ষ কৃষকদের উন্নয়নের কথা ভেবেই, কৃষির উন্নয়নের কথা ভেবেই কৃষকদের এই আন্দোলন ছিল। এটা প্রমাণ হল যে, কংগ্রেস আজ যেটা ভাবে, মোদি সরকার সেটা আগামীকাল ভাবে। ন মাস ধরে কৃষকদের পাশে দাঁড়িয়ে কংগ্রেস বলে এসেছে যে, এই আইন বাতিল করে দিতেই হবে। সংসদে দাঁড়িয়ে মন্ত্রী বলেছিলেন, আইন তৈরি হওয়ার পরে কি করে বাতিল করা সম্ভব? আজ তা সম্ভব হল। তাঁরা যা বলে এসেছেন, তা যে যথার্থ,আজ তা প্রমান হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর ফলে ভারতের লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবেন। ভারতের জিডিপির হার বৃদ্ধি করতে কৃষির উন্নয়ন গুরুত্বপূর্ণ। তাই এই আইন বাতিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কৃষি আইন বাতিলের ঘোষণার পর টুইট করে রাহুল গান্ধী জানালেন, দেশের অন্নদাতা কৃষকেরা ঔদ্ধত্যের সামনে সত্যাগ্রহ শুরু করেছিলেন। অবিচারের বিরুদ্ধে জয়ের জন্য তিনি অভিনন্দন জানাচ্ছেন। সত্যাগ্রহ অহংকারকে হারিয়ে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে এই জয়কে স্বাগত। জয় হিন্দ জয় কিষান।

অন্যদিকে এ প্রসঙ্গে বামপন্থী নেতা সুজন চক্রবর্তী জানালেন, আজকের দিনটি ইতিহাসের দিন, ঐতিহাসিক ঘটনা। গায়ের জোরে জবরদস্তি যেভাবে কৃষকের সর্বনাশ করে দেবার মত বন্দোবস্ত দিল্লি সরকার করেছিল। তা যে মানুষ মেনে নেবে না। তা লড়াইয়ের মধ্য দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছেন। নিজেকে সর্বশক্তিমান মনে করা মোদীজি মাথা নিচু করতে বাধ্য হয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!