এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষি আইন বিষয়ে কেন্দ্রকে চাপে ফেলতে বিশেষ পরিকল্পনা বর্ষীয়ান সমাজকর্মীর

কৃষি আইন বিষয়ে কেন্দ্রকে চাপে ফেলতে বিশেষ পরিকল্পনা বর্ষীয়ান সমাজকর্মীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রিয় নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ দীর্ঘসময় ধরে চলছে দিল্লি ও দিল্লির নিকটবর্তী স্থানগুলিতে। প্রজাতন্ত্র দিবসের দিনে যা তীব্র আকার ধারণ করে। তবে এতদিনের অহিংস কৃষক আন্দোলনের যে সহিংস রূপ বা বলা যেতে পারে তান্ডব, সেদিন দেখলেন দিল্লি বাসী তথা দেশবাসী, তাকে সমর্থন জানাতে পারেন নি অনেকেই। এবার এই পরিস্থিতিতে কৃষকদের সমর্থনে অনশনে বসতে চলেছেন বর্ষীয়ান সমাজকর্মী আন্না হাজারে।

কৃষক আন্দোলনের উপযুক্ত সমাধান না হলে চলতি মাসের শেষ থেকেই অনশনে বসতে চলেছেন সমাজকর্মী আন্না হাজারে। এ বিষয়ে তিনি একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। এর সাথেই তিনি তাঁর সমর্থকদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বর্ষিয়ান সমাজকর্মী আন্না হাজারে অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় কৃষি আইন কোন গণতান্ত্রিক পদ্ধতি মেনে করা হয়নি। তিনি বলেছেন যে, দেশে কোন নতুন আইন তৈরি করতে হলে সেখানে জনসাধারণের অংশগ্রহণ আবশ্যক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্ষিয়ান সমাজকর্মী আন্না হাজারে অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় সরকার কৃষকদের ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছে না। কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতি সংবেদনশীল নয়। তিনি জানিয়েছেন যে, এ বিষয়ে কেন্দ্রের কাছে একাধিকবার চিঠি লিখেছেন তিনি। গত তিন মাসে ৫ বার তিনি চিঠি লিখেছেন, কিন্তু এ বিষয়ে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার। এমনটাই অভিযোগ করেছেন ৮৪ বছর বয়স্ক বর্ষীয়ান সমাজকর্মী আন্না হাজারে।

এ প্রসঙ্গে আন্না হাজারে জানিয়েছেন যে, এ বিষয়ে পাঁচবার তিনি চিঠি পাঠিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসার আবেদন জানিয়েছিলেন। কিন্তু তাঁর চিঠির কোন উত্তর তিনি পাননি। তাই শেষ পর্যন্ত জীবনের শেষ অনশনে বসার সিদ্ধান্ত নিলেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেও এ বিষয়ের কথা জানিয়েছেন সমাজকর্মী আন্না হাজারে। প্রসঙ্গত, নয়া কৃষি আইন এর বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ নিয়ে যথেষ্ট চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার। এবার, আন্না হাজারে এই পদক্ষেপ নিয়ে আরো বেশি চাপে ফেলতে চলেছেন কেন্দ্রকে।

ইতিপূর্বে আন্না হাজারে দীর্ঘ সময় ধরে অনশন করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। সে সময়ে মসনদে আসীন ছিল ইউপিএ সরকার। দীর্ঘদিন ধরে আন্না হাজারের অনশনের পর চাপে পড়ে পাশ করানো হয়েছিল লোকপাল বিল। এবার আবার অনশনে বসতে চলেছেন তিনি। সমাজকর্মী আন্না হাজারে জানিয়েছেন যে, সমস্যার সমাধান না হলে আমরণ অনশন করবেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!