এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষি বিল নিয়ে উত্তাল গোটা দেশ! নিজের প্রতিক্রিয়ায় বিরোধীদের মোদী যা বললেন জানলে চমকে যাবেন

কৃষি বিল নিয়ে উত্তাল গোটা দেশ! নিজের প্রতিক্রিয়ায় বিরোধীদের মোদী যা বললেন জানলে চমকে যাবেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি প্রবল বিতর্ক ও বিরোধিতার মধ্যে দিয়ে রাজ্যসভায় কৃষি বিল পাস হলো। এই কৃষি বিল সম্পর্কে বিরোধীদের অভিযোগ, এই বিল আইনে পরিণত হলে প্রতিবছর যে ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে যে ফসল কিনে থাকে, সেই ব্যবস্থা এরফলে বন্ধ হয়ে যাবে। তার পরিবর্তে বেসরকারি হাতে চলে যাবে সম্পূর্ণ বাজার। এর ফলে প্রচন্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে দেশের কৃষকদের। বিরোধীদের আরও অভিযোগ, এই আইন পাস হলে দেশের বিভিন্ন এলাকায় কৃষিমাণ্ডি গুলি গুরুত্বহীন হয়ে পড়বে।

কৃষিবিল নিয়ে দেশের কৃষকেরাও যথেষ্ট বিক্ষুব্ধ কেন্দ্রীয় সরকারের উপরে। কৃষি বিল পাস হবার পর থেকে এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে প্রচন্ডভাবে চিন্তিত কৃষক সমাজ। এ কারণেই দেশব্যাপী বিভিন্ন কৃষক এই বিলের বিরুদ্ধে নেমেছেন আন্দোলনে।

অন্যদিকে, আজকৃষি বিল রাজ্যসভায় পাস্ হয়ে যাবার পর হিন্দি, ইংরেজি ও পাঞ্জাবিতে টুইট করে কৃষকদের শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী। সাংবাদিক বৈঠকের আয়োজন করে এই বিলের উপকারিতা সম্পর্কে বেশকিছু বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে জানালেন এই বিল কৃষক বিরোধী নয়। বিরোধীবর্গের এই বিলের বিরোধিতা সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য, ” কৃষকদের উপর থেকে নিয়ন্ত্রণ ফসকে যাওয়ার ভয়ে মিথ্যা বলে ভুল বোঝাচ্ছে বিরোধীরা ”। কৃষিবিলকে ঐতিহাসিক বিলের আখ্যা দিয়ে আজ জাতির উদ্দেশে বক্তব্যও রাখলেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আজ সোমবার বিহারে ঘর তক ফাইবার সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভার্চুয়াল ভাবে। এই প্রকল্পের উদ্বোধন কালে কৃষি বিল সম্পর্কে বেশ কিছু বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জানালেন, ” একুশ শতকে দাঁড়িয়ে কৃষকদের আয় বাড়াতে, তাঁদের আর্থিক অবস্থার উন্নতি করতে এই বিল অত্যন্ত সহায়ক। এই বিল আইনে পরিণত হতে দেশের যে কোনও প্রান্তে নিজেদের ফসল বিক্রি করতে পারবেন চাষিরা ”। অন্যদিকে ন্যূনতম সহায়ক মূল্য সম্পর্কে কৃষকদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী জানালেন যে, যে ন্যূনতম সহায়ক মূল্যের বিনিময়ে সরকার পূর্বে কৃষকদের কাছ থেকে ফসল কিনতো, এখনো তাই কিনবে।

আবার এই বিলের ফলে কৃষিমাণ্ডিগুলির গুরুত্বহীন হয়ে পড়ার অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন, ” বিরোধীরা নিজেদের স্বার্থে ভুল বোঝাচ্ছে। কৃষিমাণ্ডি বন্ধ হবে না। বরং সরকার এটাকে আরও উন্নত করার চেষ্টা করছে। যাঁরা আজ প্রশ্ন তুলছেন তাঁরাই এতদিন ন্যূনতম সহায়কমূল্যের বিষয় চাষিদের ঠকিয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকার কৃষি দরদী ”।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!