এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কৃষকদের নিয়ে রাষ্ট্রপতি দ্বারস্থ কংগ্রেস, অস্বস্তি বাড়বে বিজেপির!

কৃষকদের নিয়ে রাষ্ট্রপতি দ্বারস্থ কংগ্রেস, অস্বস্তি বাড়বে বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রের পক্ষ থেকে আনা কৃষি আইনকে কেন্দ্র করে বিরোধীদের প্রতিবাদ চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যেই দিল্লীর মাটিতে একাধিক কৃষক আন্দোলনে পড়ে রয়েছেন। যার ফলে ক্রমাগত অস্বস্তি বাড়ছে কেন্দ্রের বিজেপি সরকারের। তবুও এই আইন প্রত্যাহারের কোনো কথা শোনা যাচ্ছে না কেন্দ্রীয় সরকারের গলায়। যার ফলে বিরোধীরা ক্রমাগত চাপ বাড়াতে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কৃষকদের সেই আন্দোলন যখন একমাসে পড়ল, ঠিক তখনই বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিতে নতুন পদক্ষেপ গ্রহণ করল দেশের বিরোধী দল কংগ্রেস। সূত্রের খবর, এদিন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল এই ব্যাপারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে দেখা করবেন। যেখানে কৃষি আইন বাতিলের দাবিতে দুই কোটি গণস্বাক্ষর সহ স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে তাদের।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার 100 জন কৃষক নেতার উপস্থিতিতে একটি বৈঠক হয়েছিল। যেখানে স্থির হয়েছে যে, তারা তাদের আন্দোলন থেকে কোনোমতেই সরে আসবেন না। যদি এই কৃষি আইন প্রত্যাহার করা না হয়, তাহলে তারা যে তাদের আন্দোলন চালিয়ে যাবেন, তা জানিয়ে দিয়েছেন সেই সমস্ত কৃষক নেতারা। স্বাভাবিকভাবেই এরপর ক্রমাগত চাপ বাড়তে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকারের ওপর। আর তার মাঝেই এবার কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখার দাবি নিয়ে যেভাবে গণস্বাক্ষর সহ স্মারকলিপি তুলে দিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে কংগ্রেস, তাতে বিজেপি সরকার অনেকটাই চাপে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাত শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার লাগাতারভাবে কৃষকদের অপমান করে চলেছে। তাই তারা এবার এই ব্যাপারে রাষ্ট্রপতি দ্বারস্থ হওয়ার উদ্যোগ নিয়েছে। জানা গেছে, রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে বিজয়চক থেকে সেই রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করার কথা রয়েছে কংগ্রেসের। স্বাভাবিক ভাবেই কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির ওপর এই ধরনের চাপ এখন নতুন করে শোরগোল ফেলে দেবে জাতীয় রাজনীতিতে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।এদিন এই প্রসঙ্গে সংযুক্ত কিষান মোর্চার যোগেন্দ্র যাদব বলেন, “অর্থহীন আলোচনার কোনো অর্থ হয় না। সরকারের পক্ষ থেকে কৃষকদের আন্দোলন ভাঙ্গার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে।”

অন্যদিকে আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান হবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার। স্বাভাবিকভাবেই কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখার আওয়াজ তুলে কংগ্রেসের পক্ষ থেকে আজ রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার ঘটনা বিজেপির ওপর কতটা চাপ সৃষ্টি করে, তা লক্ষণীয় বিষয় রাজনৈতিক মহলের কাছে। পাশাপাশি একদিকে বিরোধীদের প্রতিবাদ এবং অন্যদিকে কৃষকদের এভাবে আন্দোলনে পড়ে থাকার পর কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে তাদের সুর নরম করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!