এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষক আন্দোলনের জেরে প্রবল চাপে বিজেপি? শরিকি চাপে হাতছাড়া হতে চলেছে এই রাজ্য সরকার?

কৃষক আন্দোলনের জেরে প্রবল চাপে বিজেপি? শরিকি চাপে হাতছাড়া হতে চলেছে এই রাজ্য সরকার?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নয়াকৃষি আইন বিষয়ে ক্রমশই চাপ বাড়ছে বিজেপির। নয়াকৃষি আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই জোট ত্যাগ করেছে বিজেপির পুরোনো জোট সঙ্গী পাঞ্জাবের অকালি দল। রাজস্থানের লোকতান্ত্রিক জনতা দলও নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জোট ছাড়ার হুমকি দিয়েছে। এবার হরিয়ানায় বিজেপির জোটসঙ্গী জেজেপিও একই পথে হাঁটতে চলেছে, বলে বাড়ছে জল্পনা। প্রসঙ্গত পাঞ্জাবের অকালি দল ও হরিয়ানার জেজেপি দলের মধ্যে আদর্শগত যথেষ্ট মিল আছে। এই দুই দলেরই মূল ভোটব্যাঙ্ক হলো কৃষকেরা। এই পরিস্থিতিতে কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপির সঙ্গ ছাড়ার জন্য চাপ বাড়ছে জেজেপির উপরে।

প্রসঙ্গত, হরিয়ানায় জেজেপির সমর্থনে সরকার গড়েছে বিজেপি। কিন্তু জেজেপি এবার কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে বিজেপির বিরোধিতা করতে শুরু করেছে। হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার ভাই দিগ্বিজয় চৌটালা জানিয়েছেন যে, দিল্লি-হরিয়ানা সীমান্তে যেভাবে কৃষকদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, সেই ঘটনা গোটা দেশকে দুঃখিত করেছে।

তবে, এ প্রসঙ্গে হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার পিতা তথা জেজেপি প্রধান অজয় চৌটালা জানালেন, ” সরকারকে আরও বৃহত্তর মানসিকতা নিয়ে ভাবতে হবে এবং কৃষকদের সমস্যার সমাধান করতে হবে।অন্নদাতারা রাস্তায় কষ্ট পাচ্ছেন। এবং কৃষকদের আশ্বস্ত করা যে তাঁদের ন্যূনতম সমর্থন মূল্যে কেউ কোপ বসাবে না। প্রয়োজনে কৃষি আইনে ন্যূনতম সমর্থন মূল্যের কথা উল্লেখ করতে হবে। ” জেজেপি প্রধান অজয় চৌটালা আশা করছেন যে, সরকারের সঙ্গে কৃষকদের আলোচনায় কোনো ইতিবাচক সমাধান সূত্র নিশ্চয়ই সামনে আসবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, জেজেপির অন্যান্য বিধায়কেরা নয়া কৃষি আইন বিষয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ জানাতে শুরু করেছেন। এ প্রসঙ্গে জেজেপি বিধায়ক যোগী রাম সিহাগ জানালেন যে, সরকার কৃষকদের সঙ্গে এমন আচরণ করছে, কৃষকরা যেন সন্ত্রাসবাদি। সরকারের এই আচরন শুধু অন্যায় নয়, এটা অপরাধ। তিনি কৃষকদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে সরকারের দেওয়া বড় পদ ছেড়ে দিলেন।

অন্যদিকে হরিয়ানার নির্দল বিধায়ক সোমবীর সাঙ্গওয়ান মনোহর লাল খাট্টার সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন। তিনি জানিয়েছেন যে, বিজেপি সরকার কৃষকদের উপরে একেবারে নিপীড়ন চালাচ্ছে। এভাবে কৃষক আন্দোলনের জেরে ক্রমশ চাপ বাড়ছে বিজেপির। এই অবস্থায় যদি জেজেপি বিজেপির প্রতি সমর্থন তুলে নেয়। তবে হরিয়ানায় সরকার টিকিয়ে রাখতে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হবে বিজেপিকে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!