এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষক আন্দোলনের পটভূমিতে বাংলা পেতে চলেছে কিষান রেল প্রধানমন্ত্রীর ব্যবস্থাপনায়

কৃষক আন্দোলনের পটভূমিতে বাংলা পেতে চলেছে কিষান রেল প্রধানমন্ত্রীর ব্যবস্থাপনায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে দেশের একাধিক স্থানে চলছে কৃষকদের বিক্ষোভ, আন্দোলন। যা তীব্র আকার ধারণ করেছে দিল্লি ও দিল্লির আশেপাশে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে আগামীকাল সোমবার বাংলা পেতে চলেছে কিষান রেল। আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গে যাত্রা শুরু হচ্ছে কিষান রেলের। মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত কৃষিপণ্য নিয়ে যাত্রা শুরু হচ্ছে কিষান রেলের। আর এই কিষান রেলের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, গত ৭ ই আগস্ট দেশে প্রথম কিষান রেল পরিষেবা চালু করেছিল। কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় দেশে এই পরিষেবা চালু হয়েছিল। দেবনালী থেকে দানাপুর পর্যন্ত প্রথম তা চালু হয়। পরে তা দেবনালী থেকে মোজাফফরপুর পর্যন্ত টানা হয়েছিল। এই রেলে ব্যাপক হারে কৃষিপণ্য পরিবহন করা হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এই ব্যবস্থায় যথেষ্ট উপকৃত করেছে কৃষকেরা। এ কারণে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেয় এই পরিষেবা বৃদ্ধির। সেইসঙ্গে এই পরিষেবাতে ভর্তুকি বাড়াতে থাকে কেন্দ্র।

প্রথম সপ্তাহে একবার করে চলতো এই রেল। এর পর থেকে সপ্তাহে তিনদিন করে এই রেল চালানো শুরু হয়। কৃষকদের যথেষ্ট সারা মেলার পর রেল সংখ্যাও বাড়ানো শুরু হয়। কৃষি পণ্য পরিবহনে একটা বিরাট ভূমিকা গ্রহণ করতে শুরু করে এই রেল পরিষেবা। আবার এই পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হলো। সেইসাথে কেন্দ্র এতে ভর্তুকি বাড়ালো ৫০ %। আগামীকাল সোমবার ২৮ সে ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত ১০০ তম কিষান রেল যাত্রার সূচনা করবেন। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল প্রমুখরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই কিষান রেলের মাধ্যমে ফলমূল-শাকসবজি পৌঁছে দেয়া হবে পশ্চিমবঙ্গে। ফুলকপি, ক্যাপসিকাম, বাঁধাকপি, লঙ্কা, পেঁয়াজ ইত্যাদি সবজির সঙ্গে সঙ্গে আঙ্গুর, কলা, কমলা, ডালিম, কাস্টার্ড আপেল ইত্যাদিও বহন করা হবে। ব্যাপক পরিমাণে ফলমূল ও শাকসবজি পরিবহনের ব্যবস্থা থাকে এখানে। এই পরিষেবাতে ৫০% ভর্তুকি বাড়িয়েছে কেন্দ্র। যা আগামী দিনে আরও বৃদ্ধি করতে পারে।

এদিকে, দেশজুড়ে যেভাবে চলছে কৃষকদের বিক্ষোভ সেই পরিস্থিতিতে কিষান রেলের পরিষেবা বৃদ্ধি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই বিশেষজ্ঞদের ধারণা। এই রেল পরিষেবাতে যথেষ্ট উপকৃত হতে পারেন কৃষকেরা। কৃষি পণ্যের জোগান ব্যাপকহারে বৃদ্ধি পেতে পারে। এদিকে গত শুক্রবার প্রধানমন্ত্রী দেশের নয়া কৃষি আইনের পক্ষে বক্তব্য রেখেছিলেন। তিনি যে দেশে কৃষির আধুনিকীকরণ করতে চান, তার বার্তা দিতে চাইছেন তিনি এই রেল পরিষেবা বৃদ্ধির মাধ্যমে, এমনটাই মনে করছেন একাধিক বিশেষজ্ঞ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!