এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কৃষক আন্দোলনের হাত ধরেই বিধানসভায় বাজিমাতের পরিকল্পনা কং-বামের? দুই হেভিওয়েটের বৈঠকে জল্পনা

কৃষক আন্দোলনের হাত ধরেই বিধানসভায় বাজিমাতের পরিকল্পনা কং-বামের? দুই হেভিওয়েটের বৈঠকে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রদেশ কংগ্রেস সভাপতি রূপে সোমেন মিত্র আসীন থাকাকালীনই বাম – কংগ্রেস জোটবদ্ধ হয়ে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা নিয়েছিল। তবে সোমেন বাবুর শারীরিক অসুস্থতা ও মৃত্যুর কারণে গত জুলাই মাসের পর থেকে কোন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে দেখা যায়নি এই জোটকে। সোমেন বাবুর মৃত্যুর পর প্রদেশ কংগ্রেস সভাপতি রূপে অধিষ্ঠিত হলেন বহরমপুরের সংসদ অধীর চৌধুরী। সম্প্রতি তাঁর নেতৃত্বে বামেদের ডাকা দেশব্যাপী কৃষক আন্দোলনে শামিল হতে চলেছে প্রদেশ কংগ্রেস।

অনেকটা সময় এই বাম- কংগ্রেস জোট কোন কর্মসূচি গ্রহণ করেনি। অধীর চৌধুরীর গড়া কংগ্রেস দলের দলের পাঁচ সদস্যের কমিটিও এবিষয়ে ইতিপূর্বে তেমন কোন সক্রিয়তা দেখায়নি। তবে, প্রদেশ কংগ্রেসের সভাপতির সঙ্গে আগামী নির্বাচনের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল বাম নেতৃত্ব। এ নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা শুরু হয়েছিল বাম ও কংগ্রেসের নিচুতলার কর্মীদের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, সংসদে বাদল অধিবেশনের কারণে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী যথেষ্ট ব্যস্ত আছেন। এ কারণে তিনি সম্প্রতি দিল্লিতে অবস্থান করছেন। তাই বামের সঙ্গে আলোচনায় বসতে তিনি পারেন নি। তবে পশ্চিমবঙ্গে অবস্থান না করলেও তাঁর নির্দেশে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বাম নেতৃত্বের সঙ্গে জোটের কর্মসূচি বিষয়ে একপ্রস্থ আলোচনা করেছেন। গত শুক্রবার জোটের যৌথ কর্মসূচি বিষয়ে আব্দুল মান্নানের সঙ্গে পাঁচ সদস্যের কমিটির অন্যতম সদস্য কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য একদফা আলোচনা করলেন। তারপরই বাম নেতা বিমান বসুকে ফোন করেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ ভট্টাচার্য জোটের যৌথ কর্মসূচির ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করলেন।

গতকাল শনিবার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বেশ কিছু আলোচনা হয়েছিল। যেখানে প্রদীপ জানালেন যে, আগামী ২৫ সে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত তিন কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে বাম কৃষক সংগঠনগুলি দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে, সে আন্দোলনে শামিল হতে আগ্রহী প্রদেশ কংগ্রেস। বিমান বসু কংগ্রেসের এই প্রস্তাবে দৃঢ়ভাবে সম্মতি জানালেন।

এরপর বিমান বসু কংগ্রেস দলের কৃষক বা সংশ্লিষ্ট শাখার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতৃত্বেকে এই আন্দোলন বিষয়ে বাম কৃষক সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। প্রদীপ বাবু তাতে সম্মত হয়েছেন। সেই সঙ্গে এই কর্মসূচি বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!