এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষক আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে বিশেষ চিঠি আন্না হাজারের, বাড়ছে কেন্দ্রের অস্বস্তি

কৃষক আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে বিশেষ চিঠি আন্না হাজারের, বাড়ছে কেন্দ্রের অস্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কৃষক আন্দোলনের প্রেক্ষিতে অনশনে বসার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন আন্না হাজারে। চলতি মাসের শেষ দিক থেকেই অনশন ধর্মঘটে বসতে চলেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে এ বিষয়ে জানান আন্না হাজারে। নয়া তিন কৃষি আইন নিয়ে যখন কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রবল চাপানউতোর চলছে, সেই পরিবেশই এবার প্রতিবাদ জানিয়ে অনশন করার কথা ঘোষণা করলেন আন্না হাজারে। কেন্দ্রীয় সরকারের অস্বস্তি বাড়িয়ে দিলেন বহুগুণে।

আন্না হাজারে প্রধান মন্ত্রীকে দেওয়া চিঠিতে অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় সরকার প্রণীত নয়াকৃষি আইন কোন গণতান্ত্রিক নিয়ম মেনে করা হয়নি। তিনি জানিয়েছেন, দেশে কোন নতুন আইন তৈরি করতে হলে সে বিষয়ে জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত জরুরী। গত, ১৪ ই ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কাছে একটি চিঠি দিয়েছিলেন আন্না হাজারে। সে চিঠিতে তিনি জানিয়েছিলেন যে, দেশের কৃষি বিষয়ে এম এস স্বামীনাথন কমিটির সুপারিশ যদি বাস্তবায়িত করা না হয়, তাহলে তার বিরুদ্ধে অনশনে বসবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবার জীবনের শেষ দিন পর্যন্ত অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন ৮৩ বছরের বর্ষিয়ান নেতা আন্না হাজারে। এর সঙ্গে তিনি জানিয়েছেন যে, কৃষিজাত পণ্যের দাম ও মূল্য বিষয়ক কমিশনকে স্বায়ত্তশাসন দেয়া হোক। বর্ষিয়ান নেতা আন্না হাজারে তাঁর চিঠিতে জানিয়েছেন যে, কৃষকদের বিষয় নিয়ে পাঁচবার তিনি কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে আবেদন করেছিলেন।

তিনি অভিযোগ করেছেন যে, কেন্দ্রের পক্ষ থেকে তাঁকে কোনো উত্তরই দেয়া হয়নি। তাই এবার তিনি জীবনের শেষ দিন পর্যন্ত অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন। এই সমস্ত বিষয়ের তিনি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীকে দেওয়া তার চিঠিতে। এর সঙ্গে সঙ্গেই রামলীলা ময়দানে অনশন করবেন বলে জানিয়ে কর্তৃপক্ষের কাছে তিনি বেশ কয়েকবার অনুমতি চেয়েছেন।কিন্তু কতৃর্পক্ষের থেকে তাঁকে কোন বার্তা এখনো দেয়া হয়নি।

ইতিপূর্বে, রামলীলা ময়দানে গত ২০১১ সালে অনশনে বসেছিলেন আন্না হাজারে। দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তিনি অনশন করেছিলেন। সে সময় এ বিষয়ে আলোচনা করতে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে বাধ্য হয়েছিল তৎকালীন ইউপিএ সরকার। বিশ্লেষকেরা জানাচ্ছেন, আন্না হাজারে যদি কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে আমরণ অনশন আরম্ভ করেন, তবে অস্বস্তি তীব্র হবে কেন্দ্রীয় সরকারের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!