এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষক বনাম কেন্দ্রীয় নয়া কৃষি আইন, আজ শুনানি সুপ্রিমকোর্টে, জানুন বিস্তারিত

কৃষক বনাম কেন্দ্রীয় নয়া কৃষি আইন, আজ শুনানি সুপ্রিমকোর্টে, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিল্লি ও দিল্লির সন্নিকটে গত ২৬ সে নভেম্বর থেকে শুরু হয়েছে কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদেরকে আন্দোলন। দিল্লির প্রবল শীতের প্রকোপকে উপেক্ষা করে চলছে কৃষকদের মরণপণ আন্দোলন। কেন্দ্রের সঙ্গে কৃষকদের একাধিক বৈঠকের পরও সমস্যার কোন সমাধান হয়নি। তাই এবার এ বিষয়ে সমস্যার সমাধানে এগিয়ে এলো সুপ্রিম কোর্ট। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নয়া কৃষি আইনের বেশকিছু সাংবিধানিক যথার্থতা আছে। আজ এ বিষয়ে চলবে সুপ্রিম কোর্টে শুনানি। নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের মতামতও আজ সুপ্রিম কোর্টে শোনা হবে।

প্রসঙ্গত, দেড় মাস ধরে চলছে ক্ষুব্দ কৃষকদের আন্দোলন। পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ বহু রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগদান করেছেন। ৮ বার কৃষকদের সঙ্গে কেন্দ্রের বৈঠক হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। কৃষকেরা তাদের অবস্থানে অনড় থেকে এই আইন সম্পূর্ণ বাতিলের দাবি করেছেন। কৃষকদের সঙ্গে কেন্দ্রের অষ্টম বৈঠকে সমস্যার সমাধান হবে এমন আশা করেছিলেন অনেকে। বৈঠক শুরুর পূর্বে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছিলেন যে, সেদিনের বৈঠকে একটা সমাধানসূত্র পৌঁছানোর সম্ভাবনা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। আবার কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক বসতে চলেছে আগামী ১৫ ই জানুয়ারি। এই পরিস্থিতিতে সমস্যার সমাধানে এগিয়ে এলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁরা পরিস্থিতি বুঝতে পেরেছেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক, এটাই চাইছেন তাঁরা। আজ এই বিষয়টি নিয়েই ২ পক্ষের আলোচনা চলবে সুপ্রিম কোর্টে। ইতিপূর্বে, কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুপ্রিম কোর্ট যদি এই আইনকে অবৈধ বলে ঘোষণা করে, তবে এ আইন বাতিল করা হবে। কিন্তু সুপ্রিম কোর্ট যদি এর বৈধতা দেয়, তবে আন্দোলন তুলে নিতে হবে কৃষকদের।

তবে, গত ১৭ ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, কোন রকম বাধা ছাড়াই কৃষকদের আন্দোলন করার অধিকার আছে। কারণ প্রতিবাদ করার অধিকার হলো একটি মৌলিক অধিকার। দীর্ঘদিন ধরে চলছে কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন। কেন্দ্রের বাড়ছে তীব্র অস্বস্তি। আজ শীর্ষ আদালতের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হয় কিনা? সেদিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!