এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে বিশেষ বার্তা কেন্দ্রীয় সরকারের

কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে বিশেষ বার্তা কেন্দ্রীয় সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দিল্লি ও দিল্লির নিকটবর্তী অঞ্চলে প্রায় দু’মাস ধরে চলছে বিক্ষুব্দ কৃষকদের আন্দোলন। কেন্দ্রীয় সরকারের নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে চলছে বিক্ষুব্ধ কৃষকদের আন্দোলন। বেশ কয়েকবার ট্রাক্টর মিছিল করে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষুব্ধ কৃষকেরা। প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লিতে ট্রাক্টর মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিক্ষুব্দ কৃষকেরা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো।

প্রসঙ্গত, কিছুদিন আগে সুপ্রিমকোর্টের পক্ষ থেকে কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করা হয়েছে। সেসময় সুপ্রিমকোর্টে ২৬ সে জানুয়ারির দিন ট্রাক্টর মিছিলের প্রসঙ্গ উত্থাপন করা হয়েছিল। এ বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ট্রাক্টর মিছিলে ব্যাপারে সিদ্ধান্ত নেবে দিল্লির পুলিশ। আদালত যদি এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়, তবে কৃষকদের কাছে ভুল বার্তা পৌঁছানোর সম্ভাবনা আছে। তাছাড়া প্রজাতন্ত্র দিবসের দিনে কত জন মানুষকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে? তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লি পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার কেন্দ্রের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের দিনে কৃষকদের ট্রাক্টর মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির সীমান্তে কৃষকেরা ট্রাক্টর মিছিল করতে পারবে না। তবে বিক্ষুব্দ কৃষকেরা এখনো তাদের মিছিল নিয়ে অনড়। এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়ে দিল্লির পুলিশের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে একাধিক কৃষক সংগঠন। দিল্লির আউটার রিং রোড ধরে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন একাধিক কৃষক সংগঠনের প্রতিনিধিরা।

পাঞ্জাব ও হরিয়ানাতেও ইতিমধ্যে বেশ কয়েকবার ট্রাক্টর মিছিল করেছেন বিক্ষুব্ধ কৃষকেরা। সেসময় সরকারের পক্ষ থেকে তাদের মিছিলে কোনো বাধা দেয়া হয়নি। তবে প্রজাতন্ত্র দিবসের দিনে নিরাপত্তার কারণেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের এই মিছিলে। ইতিমধ্যে কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক বসেছে ১১ বার। কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মীমাংসা সূত্র বেরিয়ে আসেনি। এ কারণে কৃষকরা আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন থেকে বিরত হন নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!