এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে নির্বাচন বন্ধের আর্জি প্রদেশ কংগ্রেস সভাপতির

ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে নির্বাচন বন্ধের আর্জি প্রদেশ কংগ্রেস সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মুখে পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ প্রায় সাড়ে ৮ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় ৩৮ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এই পরিস্থিতিতে নির্বাচন বন্ধ করে দেওয়ার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

গতকাল, নির্বাচন বন্ধ করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চিঠিতে তিনি জানিয়েছেন, করোনা মহামারীর সময় নির্বাচন বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছেন তিনি। নির্বাচন কমিশনের কাছে তিনি জানিয়েছেন, আগে মানুষের জীবন তার পর অন্য সব কিছু। নির্বাচন পরেও করা যেতে পারে। আগে বাঁচাতে হবে মানুষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রদেশ কংগ্রেস সভাপতি আরও জানিয়েছেন যে, আগে মানুষের জীবন, তারপর বাকি সব কিছু। নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে? তা তিনি জানেন না। তবে, তাঁর হাতে যেটুকু ক্ষমতা আছে, তার দ্বারা এবার থেকে আর কোনো জনসভা করবে না কংগ্রেস। নির্বাচন কমিশনকে পাঠানো এই চিঠি তাঁর ফেসবুক পেজে গতকাল পোস্ট করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

অধীর চৌধুরীর এই সিদ্ধান্তকে বহু মানুষ সাধুবাদ জানিয়েছেন। অনেকেই সহমত পোষণ করেছেন এবিষয়ে। আবার বেশ কিছু মানুষকে ভিন্ন মত পোষণ করতেও দেখা যাচ্ছে। এখন নির্বাচন কমিশন এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয়? সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!