এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ক্রমশ ক্ষোভ দানা বাঁধছে পাইলট শিবিরে, আবার বড়সড় ভাঙ্গনের আশঙ্কা রাজস্থান কংগ্রেসে

ক্রমশ ক্ষোভ দানা বাঁধছে পাইলট শিবিরে, আবার বড়সড় ভাঙ্গনের আশঙ্কা রাজস্থান কংগ্রেসে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর রাজস্থান কংগ্রেসে বড়সড় ফাটলের আশঙ্কা দেখা দিয়েছিল। কংগ্রেস নেতা শচীন পাইলট ও তাঁর ঘনিষ্ঠ বিধায়কেরা যথেষ্টভাবে ক্ষুব্দ হয়ে উঠেছিলেন দলের প্রতি। মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো তিনিও তাঁর অনুগামী বিধায়কদের নিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করবেন, এমন একটা আশঙ্কা দেখা দিয়েছিল কংগ্রেসে।

তবে, শেষপর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সমস্যা মেটাতে মাঠে নামেন স্বয়ং রাহুল গান্ধী। তিনি আশ্বাস দেন যে, দ্রুত অবস্থা বুঝে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে রাজস্থান কংগ্রেস। এদিকে, দলের কাছে একাধিক দাবি রেখেছিলেন শচীন পাইলট। সেই দাবি গুলি এখনো পর্যন্ত পূরণ করা হয়নি বলে, অভিযোগ উঠতে শুরু করেছে।

পাইলটের একাধিক অনুগামী অভিযোগ করেছেন যে, দল তাঁকে তাঁর যোগ্য মর্যাদা দিচ্ছে না। যার ফলে বাড়তে শুরু করেছে কংগ্রেসের আভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্ব। শচীন পাইলট ঘনিষ্ঠ একাধিক বিধায়ক অভিযোগ করেছেন যে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট তাঁদেরকে বারবার নিজের শিবিরে টেনে নেবার চেষ্টা করছেন। কিছু ক্ষেত্রে এই বিধায়কদের ফোন ট্যাপ পর্যন্ত করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে কংগ্রেসের দুশ্চিন্তা বহুগুনে বাড়িয়ে তুলেছে বিজেপির তৎপরতা। বিজেপি শিবিরের কটাক্ষ, রাজস্থানে জরুরি অবস্থার মতো পরিবেশ তৈরি করে ফেলেছে কংগ্রেস। শচীন পাইলটের ঘনিষ্ঠ বলে পরিচিত রাজস্থানের বিধায়ক বেদপ্রকাশ সোলাঙ্কি অভিযোগ করেছেন যে, পাইলট ঘনিষ্ঠ বিধায়কদের ফোন ট্যাপ করা হচ্ছে। ঘুরপথে তাঁদের ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী অশোক গেহলোট তাঁদেরকে জোর করে শিবির বদল করার জন্য চাপ দিতে শুরু করেছেন।

এই পরিস্থিতিতে সম্প্রতি দিল্লিতে রয়েছেন শচীন পাইলট। তিনি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন বলে, জানা যাচ্ছে। অন্তর্দ্বন্দ্ব ক্রমশ বাড়তে শুরু করেছে রাজস্থান কংগ্রেসে। যেকোনো সময় তা বিপদ ডেকে আনতে পারে, এমন আশঙ্কা রয়েছে হাত শিবিরে। হাত শিবিরের আশঙ্কা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মত শচীন পাইলটও নিজের অনুগামীদেরকে নিয়ে দলের ভাঙ্গন ঘটিয়ে পদ্ম শিবিরে না চলে যান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!