এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্রমশ ভ্রুকুটি চওড়া হচ্ছে নিম্নচাপের! প্রবল বর্ষণে ভাসতে চলেছে গোটা বাংলা! বাড়ছে দুশ্চিন্তা

ক্রমশ ভ্রুকুটি চওড়া হচ্ছে নিম্নচাপের! প্রবল বর্ষণে ভাসতে চলেছে গোটা বাংলা! বাড়ছে দুশ্চিন্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একে করোনা, তার ওপর ঘনঘন নিম্নচাপের খোঁচায় রাজ্যের এইমুহুর্তে ত্রাহি ত্রাহি অবস্থা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপটি এই মুহূর্তে তীব্র আকার ধারণ করেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অবশ্য এই আশঙ্কা আগেই ছিল বলে জানিয়েছেন তাঁরা। এর ফলে আগামী বেশ কয়েকদিন দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। ইঙ্গিত অবশ্য মিলেছিল আগেই। দিনভর আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি হবে ঝমঝমিয়ে।

পূর্বাভাস পেয়ে সেই অনুযায়ী প্রস্তুতিও নিয়ে রেখেছে রাজ্যবাসী ইতিমধ্যে। জানা গেছে, এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির তীব্রতা কম হবে বলে জানা গেছে। উপকূলে ঝড়ো হাওয়া বওয়ার কারণে ইতিমধ্যেই মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে জানা যাচ্ছে, উপকূলে ঝোড়ো হাওয়ার সাথে তাল মিলিয়ে বৃষ্টিপাত খুব একটা বেশী হবেনা। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। তবে ক্রমশ তা সোজা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে সরে যাবে বলে জানা যাচ্ছে। আর যার ফলে বুধবার থেকে উড়িষ্যায় এবং বৃহস্পতিবার থেকে ছত্রিশগড়ে শুরু হবে প্রবল বৃষ্টি। তার সাথে মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানা গেছে।

আগামী সাতদিন রাজস্থানে এই নিম্নচাপটি অবস্থান করবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে কলকাতার দিকে মুখ ঘোরালো দেখা যাবে, বুধবার আকাশের মুখ গোমরা সারাদিন ধরে। হালকা মাঝারি বৃষ্টিও হবে বলে জানা গেছে। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে 7.5 মিমি। আবহাওয়াবিদদের কথামতো এখনও নিম্নচাপের তীব্রতা প্রকাশ পায়নি রাজ্যজুড়ে। তাই এই মুহূর্তে রাজ্য সরকার কিছুটা স্বস্তিতে বলে মনে করা হচ্ছে। তবে রাজ্য সরকার দাবি করেছে, নিম্নচাপের আঘাত থেকে রাজ্যবাসীকে সামলানোর জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!