এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্রমশ হাসি চওড়া মমতা-অভিষেকের? বিধানসভার আগে জমি আন্দোলনের অস্বস্তির ‘কাঁটা’ অনেকটাই মসৃন?

ক্রমশ হাসি চওড়া মমতা-অভিষেকের? বিধানসভার আগে জমি আন্দোলনের অস্বস্তির ‘কাঁটা’ অনেকটাই মসৃন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভার আবহে সংগঠনের জোর বাড়াতে উঠে পড়ে লেগেছে শাসকদল। ইতিমধ্যেই সাংঠনিক রদবদলের ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে সে বার্তা পরিষ্কার। অন্যদিকে যে জমি আন্দোলনের হাত ধরে একসময় তৃণমূল বাংলার শাসকপদে এসেছিল, সেই রকমই আবার একটি আন্দোলনের হাত ধরে তৃণমূলে প্রবেশ করল কয়েকশো কর্মী। ভাঙরে পাওয়ার গ্রিড নিয়ে বহুদিন ধরেই বিক্ষোভ চলছে এলাকায়। পাওয়ার গ্রিড হওয়ার বিরুদ্ধে বহুদিন ধরে লড়াই চালাচ্ছে জমি রক্ষা কমিটি।

কিন্তু এবার সেই লড়াইয়ের হাত ধরেই কয়েকশো কর্মী তৃণমূলে যোগ দিলেন বলে জানা গেছে। সূত্রের খবর, দক্ষিণ 24 পরগণা জেলার তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তীর হাত থেকে আন্দোলনকারীরা এদিন দলীয় পতাকা গ্রহণ করেছে বলে খবর। এর ফলে এলাকার তৃণমূল সংগঠন যে আরো শক্তিশালী হলো, সে কথা জানিয়েছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। 2017 সালের শুরু থেকেই ভাঙড়ের পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েতের খামারআইট, মাছিভাঙা এলাকায় রাজ্য বিদ্যুৎ পর্ষদ এর সাব সেন্টার তৈরি হওয়া নিয়ে শুরু হয় গন্ডগোল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই নিয়ে দু’পক্ষের লড়াইতে 4 জনের মৃত্যু হয়। আর তার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানা যায়। অন্যদিকে ইতিমধ্যে পোলেরহাট 2 এ তৃণমূল পঞ্চায়েত গঠন করলেও পঞ্চায়েতে পর্যন্ত তৃণমূল শিবির কোনদিনই পৌঁছাতে পারেনি। জমি এবং জীবিকা কমিটির পক্ষ থেকে সম্প্রতি হয়ে যাওয়া আমফানের ত্রাণ দুর্নীতি নিয়েও বারেবারে এলাকায় ঘাসফুল শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে এলাকাজুড়ে আন্দোলনও শুরু হয়। বলা যায়, পোলেরহাট এলাকায় তৃণমূল যথেষ্ট দুর্বিপাকে পড়েছিল এতদিন।

কিন্তু হঠাৎ করেই পাওয়ার গ্রিড বিরোধীদের একাংশ তৃণমূলে যোগ দেওয়ায় এলাকার তৃণমূল শিবির যথেষ্ট আনন্দ প্রকাশ করেছে। অন্যদিকে তৃণমূল নেতা আরাবুল ইসলামের মতে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন শিবির থেকে প্রায় কয়েকশো জন এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। এবার দেখার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল শিবির তাঁদের দুর্বলতাকে ঢেকে বিরোধীদের পিছিয়ে দিয়ে বিধানসভার আসন দখল করতে পারে কিনা। তবে সে ক্ষেত্রে ভাঙরের পোলেরহাটের দলবদল তৃণমূল সংগঠনে যথেষ্ট শক্তি বাড়ালো এলাকায় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!