এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্রমশ কি ‘বাংলার সোনু সুদ’ হয়ে উঠছেন তৃণমূল সাংসদ! একের পর এক মানবিক পদক্ষেপে জনতার কুর্নিশ

ক্রমশ কি ‘বাংলার সোনু সুদ’ হয়ে উঠছেন তৃণমূল সাংসদ! একের পর এক মানবিক পদক্ষেপে জনতার কুর্নিশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মানুষের জীবনে কর্মই আসল। সেকর্মের মাধ্যমে মানুষের মধ্যেই সাধারণ প্রাণী দেবত্বের ছাপ প্রত্যক্ষ করে। তাই তিনিই তখন মানুষের কাছে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠেন। জীবনে দুর্দিন এলেই আমরা সর্বশক্তিমান ভগবানের কাছে প্রার্থনা করি। কিন্তু আমাদের চারপাশে যে এমন অনেক দেবতুল্য মানুষ রয়েছেন তা হয়ত ভুলে যাই আমরা।

মান আর হুঁশ আছে বলেই আমরা মানুষ। তবে এই দুটি থাকতেও মানুষের দুঃখ দেখে আমরা বেশিরভাগ মানুষই মুখ ফিরিয়ে নিতে চাই। তবে সেই মানুষদের ভিড়ে এমনও অনেক মানবিক মুখ চোখে পড়ে, যাদের কাজে সত্যিই ভালো লাগে। এমনই একটি মুখ হলেন সংসদ দেব। কোথাও ওষুধ পৌঁছতে, কারও চিকিৎসার ব্যবস্থা করতে, কোথাও বা আবার আমফান বিধ্বস্ত বৃদ্ধার ভেঙে পড়া বাড়ি মেরামতির দায়িত্ব নিয়ে আক্ষরিক অর্থেই হিরো হয়ে উঠেছেন এই সাংসদ।

লকডাউনে বাইরের দেশ থেকে পরিযায়ী মানুষদের বাড়ি ফেরানো, করোনা রোগিকে হাসপাতালে ভরতি করা, প্লাজমা জোগাড় করা, লকডাউনের মধ্যেও যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন সেই ব্যবস্থা করা, দুস্থ বৃদ্ধ মাস্ক বিক্রেতার সাহায্য করা এরকম একাধিক শেষ না হওয়া সমস্যায় দেবদূতের মতো হাজির হয়েছেন সাংসদ অভিনেতা দেব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কোনো ক্ষেত্রেই রাজনৈতিক স্বার্থ নয়, দলের রঙের বাইরে গিয়েই এই সব মানুষের পাশে দাঁড়িয়েছেন বলেই জানা গেছে। আবার তেমনি একটি পরিচয় পাওয়া গেল আমফান বিধ্বস্ত বৃদ্ধার পাশে দাঁড়ানোর। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার রামগঞ্জের ওই অসহায় বৃদ্ধার বাড়ি সারিয়ে, জীবনের শেষ দিনগুলি যাতে কিছুটা সুখে কাটে সেই চেষ্টা করলেন তিনি।

সম্প্রতি বলিউড অভিনেতা সোনু সুদের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শিক্ষার্থীদের স্মার্টফোন কিনে দেওয়া বা স্কুল বানিয়ে দেওয়ার মত অনেক মানবিক কাজ করতে দেখা গেছে। সেই দেখে অনেকে প্রশংসাও করেছেন। তবে আমাদের ঘরের ছেলে যে কারোর থেকে কম যান না সেটা দেখিয়ে দিলেন তিনি। যদিও করোকে দেখানোর জন্য তিনি এটা করেননি বলেই জানিয়েছেন, তবে বলাই বাহুল্য যে নেটিজেনরা কিন্তু দেবের এহেন মানবিক কাজে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!