এখন পড়ছেন
হোম > জাতীয় > ক্রমশ ভিড় বাড়ছে বিজেপির “বিদ্রোহী” শিবিরে! “উল্কার গতিতে” পতনের আশঙ্কায় কাঁপছে গেরুয়া শিবির?

ক্রমশ ভিড় বাড়ছে বিজেপির “বিদ্রোহী” শিবিরে! “উল্কার গতিতে” পতনের আশঙ্কায় কাঁপছে গেরুয়া শিবির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ত্রিপুরায় বাম সরকারের অবসান ঘটিয়ে গত দুই বছর আগে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে বাম সরকার। তবে দুই বছরের মধ্যেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে‌‌। জানা গেছে, বর্তমানে ত্রিপুরাতে বিপ্লববাবু বনাম সুদীপবাবুর দ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। আর এখানেই মুখ্যমন্ত্রী বিপ্লবাবুকে পাল্টা চাপে ফেলতে উদ্যোগী হয়েছেন সুদীপ রায় বর্মণ।

বস্তুত, বর্তমানে ত্রিপুরাতে বিজেপিতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। যা সামলাতে কার্যত অপারগ বিপ্লব দেব। রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি এবার বিজেপি ভেঙে চুরমার হয়ে যাবে ত্রিপুরাতে? আর এই আশঙ্কা যখন বিভিন্ন মহলে মাথাচাড়া দিতে শুরু করেছে, ঠিক তখনই আড়াআড়ি ভাঙ্গনের মুখে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। একদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং অন্যদিকে সুদীপ রায় বর্মন, এই দুজনের প্রতিদ্বন্দিতায় বিজেপি ত্রিপুরাতে চরম সমস্যার মুখে পড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, মজলিসপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী সম্প্রতি সুদীপ রায় বর্মনের দিকে চলে যান। যার ফলে সুদীপ রায় বর্মনের শক্তি অনেকটাই বৃদ্ধি হয়। জানা গেছে, আগে সুশান্ত চৌধুরীর বিপ্লব দেবের শিবিরে ছিলেন। কিন্তু দুই বছরের মধ্যেই তিনি আবার শিবির বদল করে সুদীপবাবুর দিকে আশায় সুদীপবাবুর গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল। যার ফলে বিপ্লববাবু অনেকটাই চাপে পড়লেন বলে দাবি ওয়াকিবহাল মহলের।

আর এখানেই একাংশের প্রশ্ন, তাহলে কি এবার নিজের শিবিরকে শক্তিশালী করে দলবদল করতে চলেছেন সুদীপ রায় বর্মন? আর তাই কি বিধায়কদের নিজের দিকে নিয়ে আনতে শুরু করেছেন তিনি? একাংশের মতে, সুদীপ রায় বর্মন কংগ্রেসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সেখানে যোগ দিয়ে বিজেপি অপেক্ষা সবথেকে বেশি বিপ্লব বিপ্লব দেবকে চাপে রাখবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন সুদীপ রায় বর্মন রাজনৈতিক গতিবিধি নিয়ে কি পদ্ধতি অবলম্বন করেন, সেদিকেই নজর থাকবে সকলের‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!