এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ক্রমশ চাপ বাড়ছে কয়লা কাণ্ডে প্রভাবশালীদের দিকে যাচ্ছে হাত, বড় মাথার খোঁজে এনাকে তলব সিবিআইয়ের

ক্রমশ চাপ বাড়ছে কয়লা কাণ্ডে প্রভাবশালীদের দিকে যাচ্ছে হাত, বড় মাথার খোঁজে এনাকে তলব সিবিআইয়ের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়লা পাচার ও গরু পাচার কাণ্ডের তদন্তে গতি বৃদ্ধি করেছে সিবিআই। এই দুই কারবারের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত জালে ফেলতে তৎপর হয়ে উঠেছে এই দুই গোয়েন্দা সংস্থা। গতকাল, কয়লা পাচার কাণ্ডের তদন্তে রাজ্যের একাধিক স্থানে হানা দিয়েছিল সিবিআই। এরপর গতকাল সিবিআই সমন পাঠিয়েছে কয়লা কাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী অমিত আগরওয়ালকে। আগামী সোমবার নিজাম প্যালেসে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। গোয়েন্দাদের অভিযোগ, লালার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই ব্যবসায়ীর।

কয়লা কাণ্ডের মূল চক্রি অনুপ মাঝি বা লালা কাদের কাছে কয়লা বিক্রি করতো? তার খোঁজ নিতেই গতকাল রাজ্যের একাধিক স্থানে অভিযান চালিয়েছিল সিবিআই। গতকাল কলকাতা সহ রাজ্যের মোট পাঁচটি এলাকায় তল্লাশি চলছে সিবিআই আধিকারিদের। গতকাল ব্যবসায়ী ও শিল্পপতি অমিত আগরওয়াল ও সনু আগরওয়ালের বরাকরের বাড়িতে হানা দেয় সিবিআই। যদিও বাড়িতে খোঁজ মেলেনি এই দুই ব্যবসায়ীর। তাদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই আধিকারিকেরা। আবার, শেক্সপিয়র সরণীতে তাদের অফিস থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন সিবিআই আধিকারিকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিবিআই সূত্রে জানা গেছে যে, শিল্পপতি অমিত আগরওয়াল ও সনু আগরওয়াল হলেন কুলটির বরাকরের আদি বাসিন্দা। ঝাড়খণ্ড, দুর্গাপুর, কাঁকসা, বাঁকুড়ায় যাদের ১৩, ১৪ টি ইস্পাত কারখানা রয়েছে। এই দুই ব্যবসায়ী অনুপ মাঝির কাছ থেকে অবৈধভাবে বিপুল কয়লা কিনতো, তাদের একাধিক কারখানা চালাতে, এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দারা। এছাড়াও তাদের নামে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে।

ইতিপূর্বেও এই দুই ব্যবসায়ী একাধিক অবৈধ কারবারের সঙ্গে জড়িত ছিলেন। দু’ বছর আগে তাদের বাড়িতে এনআইএর তল্লাশি চলে। জানা যায়, ঝাড়খণ্ডের মাওবাদীদের অর্থ সাহায্য করতেন তারা। এবার সিবিআই তলব করেছে অমিত আগরওয়ালকে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রুদ্ধশ্বাস তদন্ত চলছে একাধিক অবৈধ কারবারের। বড় মাথার খোঁজে তৎপর গোয়েন্দারা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!