এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ক্রমশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে উত্তরবঙ্গের এই শহরটির, বাড়ছে প্রবল উৎকণ্ঠা

ক্রমশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে উত্তরবঙ্গের এই শহরটির, বাড়ছে প্রবল উৎকণ্ঠা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মুখে রাজ্যে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যের প্রায় ১২ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে রাজ্যের মোট ৫৬ জন মানুষের। উত্তরবঙ্গের একাধিক জেলায় করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ানক হতে শুরু করেছে। যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ির মালবাজার শহরে ক্রমশ বেড়েই চলেছে করোনার সংক্রমণ। এবার, এখানে লকডাউন এর দাবি জানালেন শহরবাসীরা।

গত ২৪ ঘন্টায় জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৮২ জন। জলপাইগুড়ি জেলার মাল বাজার শহরে গতকাল মোট ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন, ৩ জনের মৃত্যু ঘটেছে করোনায়। গত দু’দিন ধরে মালবাজার শহরে জনতা কারফিউ ঘোষণা করা হয়েছে। কিন্তু এরপরেও গতকাল ৩ জনের মৃত্যু ও ১২ জনের সংক্রমণ আতঙ্ক বাড়িয়ে তুলেছে শহরবাসীর। এ পরিস্থিতিতে পূর্ণ লকডাউন করার দাবি জানালেন শহরবাসীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শহরের করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। উত্তরবঙ্গের ছোট্ট এই শহরে মাত্র ২৫ দিনে ৯ জনের মৃত্যু ঘটেছে করোনায়। এই শহরে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৪২ জন। গত ২৪ ঘন্টায় শহরের মোট ১২ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এই অবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে।

উত্তরবঙ্গের একাধিক জেলাতেই বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে করোনা আক্রান্ত হয়েছেন ১৮২ জন। গত ২৪ ঘণ্টায় দার্জিলিং জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১৮ জন। গত ২৪ ঘণ্টায় মালদা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৬৭ জন। গত ২৪ ঘণ্টায় কোচবিহারে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩ জন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!