এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষি আইন নিয়ে সেলিব্রিটিদের প্রতিবাদ! তীব্র কটাক্ষ অমিত শাহের

কৃষি আইন নিয়ে সেলিব্রিটিদের প্রতিবাদ! তীব্র কটাক্ষ অমিত শাহের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষি আইন লাগু করার পর থেকেই রীতিমত বিজেপির অস্বস্তি বাড়তে শুরু করেছে। একের পর এক বিরোধী দলের নেতা-নেত্রীরা যেমন এই ব্যাপারে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, ঠিক তেমনই বিদেশের অনেক বিশিষ্টজনেদের পক্ষ থেকে এই ব্যাপারে প্রতিবাদ করা হচ্ছে। স্বাভাবিকভাবেই দেশ এবং দেশের বাইরে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে একাংশকে, তাতে যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির।

আর এই পরিস্থিতিতে এবার ভারতের ঐক্য অটুট রাখার পক্ষে সওয়াল করতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। যেখানে বিদেশি বিশিষ্টজনেদের কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত আলোড়ন তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে নিজের টুইটের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন, বাইরে থেকে যারা এই ব্যাপারে মন্তব্য করছেন, তারা কোনোভাবেই ভারতের ঐক্য ভাঙতে পারবেন না। অর্থাৎ সমালোচকদের এই ট্যুইটের মধ্যে দিয়েই জবাব দেওয়ার চেষ্টা করেন অমিত শাহ।

এদিন তিনি লেখেন, “কোনো প্রোপাগান্ডাই ভারতের একতার আঁচ ফেলতে পারবে না। ভারতকে সাফল্যের শিখরে পৌঁছানোর থেকে আটকানোর ক্ষমতা কোনো অপপ্রচারের নেই। প্রোপাগান্ডা করে ভারতের ভাগ্য নির্ধারণ করা সম্ভব না। এটা শুধুমাত্র উন্নয়নের মাধ্যমেই হবে। আর সেই লক্ষ্যে পৌঁছতে ভারত সর্বদা ঐক্যবদ্ধ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ট্যুইটের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, ভারতের উন্নয়ন কেন্দ্রের সরকার করছে। কিন্তু বাইরে থেকে যারা মন্তব্য করছেন, তাদের কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। এক্ষেত্রে ভারতের ঐক্যের কথা তুলে ধরে সেই সমালোচকদের জবাব দেওয়ার ভাবনা প্রকাশ পেল অমিত শাহের এই ট্যুইটের মধ্যে দিয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, কৃষি আইনের বিরুদ্ধে যখন বিজেপি সরকারের অস্বস্তি বাড়তে শুরু করেছিল, ঠিক তখনই ময়দানে নামতে দেখা যায় একাধিক বিশিষ্টজনদের। পপতারকা রিহানা, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা সহ নানা বিশিষ্টজনেরা এই ব্যাপারে মন্তব্য করতে শুরু করেন। যার ফলে অস্বস্তি বাড়ে কেন্দ্রের বিজেপি সরকারের। আর এই পরিস্থিতিতে সেই সমস্ত বিশিষ্টজনেদের নিজেদের মধ্যে দিয়ে জবাব দেওয়ার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

পাশাপাশি বিদেশি সেলিব্রিটিদের টুইট নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এদিন নিজের ট্যুইটের সাথে সেই বিজ্ঞপ্তিটি জুড়ে দিতে দেখা যায় অমিত শাহকে। যেখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা রয়েছে যে, বিদেশিদের দেশের আভ্যন্তরীন ব্যাপারে কোনো মতেই মাথা ঘামানো চলবে না। সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের মন্তব্য গোটা পরিস্থিতিকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!