এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন, বিবেকের তাড়নায় পূজা উদ্বোধনে না সুকান্তর!

কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন, বিবেকের তাড়নায় পূজা উদ্বোধনে না সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  আরজিকরের ঘটনা তো ছিলই, তার মধ্যে আজ রাজ্যের বুকে ঘটে গিয়েছে আরও একটি নৃশংস ঘটনা। যেখানে কুলতলিতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। যে ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ তৈরি হয়েছে জয়নগর এলাকায়। আর এই পরিস্থিতিতে একদিকে আরজিকর এবং অন্যদিকে কুলতলিতে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি তথা থাকেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। যেখানে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, “তিনি বিবেকের তাড়না থেকেই এবার ঠাকুর প্রণাম করলেও এবং অঞ্জলি দিলেও কোনো পূজা উদ্বোধন করতে যাবেন না।” অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এত বড় ঘটনা ঘটার পরেও প্রশাসনিক প্রধান হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে হাসিমুখে পূজা উদ্বোধন করে বেড়াচ্ছেন, তখন ঘরের মেয়ের দুর্দশার কথা উপলব্ধি করে বাংলার মেয়েরা যখন একের পর এক বিপদের মুখে পড়ছেন, তখন তাদের সুরক্ষা এবং বিচারের দাবিতেই এবার সমস্ত রকম আড়ম্বর ত্যাগ করছেন বিজেপির রাজ্য সভাপতি। এক্ষেত্রে পুজো উদ্বোধনে তিনি একেবারে না করে দেওয়ায় রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুকান্তবাবুর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!