এখন পড়ছেন
হোম > রাজ্য > কুমারস্বামীকে মুখ্যমন্ত্রীত্ব ছাড়লেও,বকলমে ‘হাতের-পুতুল’ করে ফেলল কংগ্রেস

কুমারস্বামীকে মুখ্যমন্ত্রীত্ব ছাড়লেও,বকলমে ‘হাতের-পুতুল’ করে ফেলল কংগ্রেস


কংগ্রেস-জেডিএস জোট ক্ষমতায় আসতে চলেছে কর্নাটকের। বহু রাজনৈতিক পথের চড়াই উতরাই পেরিয়ে এদিন মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ নিতে চলেছেন জেডিএসের তরফের কুমারস্বামী। উপমুখ্যমন্ত্রী পদের জন্য শপথ নিতে চলেছেন কংগ্রেসের জি পরমেশ্বর।  বিধানসভার স্পিকারের দায়িত্ব নেবেন কংগ্রেসের তরফেরই কে আর রমেশ। জানা যাচ্ছে মন্ত্রীসভার ৩৪ টি পদের ভিতর ১২ টির দায়িত্বে রয়েছে জেডিএস এবং২২ টি মন্ত্রীপদই কংগ্রেসের আওতায় গেছে। তাই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে জেডিএসকে ক্ষমতার শীর্ষে রেখে বাকি সমস্তটা দখলের পরিকল্পনা নেই তো কংগ্রেসের?

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে কুমারস্বামী নিজে বলেছেন যে কংগ্রেসর সঙ্গে তাঁর যথেষ্ট বনিবনা রয়েছে। কংগ্রেস জেডিএস জোট কীভাবে সরকার চালাবে তা নিয়ে গত দুদিন ধরে অনেকে আলোচনা চলেছে এই দুই রাজনৈতিকদলের অন্দরে। তবে হিসাব বলছে, কংগ্রস মন্ত্রীসভার সিংহভাগই দখল করে নিয়েছে। অন্যদিকে, কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বলেছেন, জোট ঠিক রাখার সমস্ত দায়িত্ব কুমারস্বামীর উপরে বর্তায়। আপাতত কিছুই বোঝা যাচ্ছে না কংগ্রেসের মোটিফ। কংগ্রেস বেশিরভাগ অংশ দখলে রেখে জেডিএসকে ‘হাতের পুতুল’ করতে তৎপর কিনা সে সন্দেহ থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!