এখন পড়ছেন
হোম > জাতীয় > চমক দিয়ে কুমারস্বামীর জিতে আসা দ্বিতীয় আসনে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা জেডিএসের

চমক দিয়ে কুমারস্বামীর জিতে আসা দ্বিতীয় আসনে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা জেডিএসের


বিধানসভা নির্বাচন পরবর্তী কর্ণাটকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনার নজির পাওয়া যাচ্ছে। কংগ্রেস দল জেডিএস’র সাথে মুখ্যমন্ত্রী পদের বিনিময়ে জোট গঠন করলেও , পরবর্তীতে আসন সমঝোতার ক্ষেত্রে অন্য সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে। কংগ্রেস নেতৃত্বের আবেদনে উপ মুখ্যমন্ত্রী পদে কংগ্রেস বিধায়ককে আসন ছেড়ে দেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এখন মুখ্যমন্ত্রীর দল জেডিএস’র মধ্যে চলছে অন্য রণনীতি। মুখ্যমন্ত্রী কুমারস্বামীর পারিবারিক জীবন সম্পর্কে রাজনৈতিক মহল সহ রাজ্য এবং রাজ্যের বাইরের মানুষ কম বেশি অবগত। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পরিবারের এক সদস্যকেই তাঁর বিজিত দুটি আসনের একটিতে প্রার্থী মনোনীত করছেন। তিনি আর কেউই নন। এইচ ডি কুমারস্বামীর প্রথম স্ত্রী অনিতা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত নির্বাচনে একজন প্রার্থী দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করলেও একই সাথে দুটি আসন থেকে কোনো সাংবিধানিক পদের দায়িত্বভার পালন করা যায় না। সেই নিয়মেই কর্নাটকে একটি বিধানসভাকেন্দ্রে ফের নির্বাচন হবে। কারণ  রাজ্যের মুখ্যমন্ত্রী কুমারস্বামী রামনগর ও চানাপাটনা এই দুটি আসনে একই সাথে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। এবং আশ্চর্যজনকভাবে দুটি আসনেই জয়লাভ করেন। উল্লেখ্য রামনগর কুমারস্বামীর দীর্ঘদিনের নির্বাচনী এলাকা। জানা গিয়েছে সেই কারণে প্রথমে ঠিক হয়েছিল, চানাপাটনা কেন্দ্র থেকে প্রার্থী হবেন কুমারস্বামীর প্রথম স্ত্রী অনিতা। পরে কুমারস্বামী নিজেই তাঁর প্রথম স্ত্রী অনিতা’কে রামনগরে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন। আর কুমারস্বামীর বিজিত অপর নির্বাচন কেন্দ্র চানাপাটনার বিধায়ক থাকবেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রথম স্ত্রী অনিতা সপর্কে জানা গেলও স্বামী নন শ্বশুরমশাই এইচ ডি দেবগৌড়াই তাঁর রাজনৈতিক গুরু। তিনি শ্বশুরের পরামর্শে দলের কাজে মনোনিবেশ করেন । এমনকি এই বারের কর্ণাটক বিধাওনসভা নির্বাচনেও জেডিএস দলের পরাজিত আসন গুলি নিয়ে তিনি বিশদে খোঁজ খবর করেন এবং পরাজয়ের কারণগুলি খতিয়ে দেখেন। এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রথম স্ত্রী দলের একজন সাধারণ কর্মী সদস্য থেকে বিধায়ক পদে উন্নীত হয়ে কতটা দায়িত্ব সহকারে বিধায়ক পদের কর্তব্য পালন করেন সেই দিকে তাকিয়ে আছে রাজ্যের মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!