এখন পড়ছেন
হোম > জাতীয় > কুনাল ঘোষের পত্রবোমায় আটকে মুকুল রায়ের বিজেপিযোগ?

কুনাল ঘোষের পত্রবোমায় আটকে মুকুল রায়ের বিজেপিযোগ?


কুনাল ঘোষের পত্রাঘাতেই কি ক্রমশ জটিল হচ্ছে মুকুল রায়ের বিজেপি তে যোগদান? এর আগে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে পৃথক রাজনৈতিক পথ হাঁটার কথা মুকুল রায় ঘোষণা করা মাত্রই বিভিন্ন জায়গায় (বিশেষ করে নিজের ফেসবুক প্রোফাইলে) কুনাল ঘোষ জানিয়ে দেন, তাঁর বর্তমান অবস্থার জন্য বকলমে দায়ী মুকুল রায়ই।
কলকাতার এক ওয়েব পোর্টালের সংবাদ অনুযায়ী মুকুল রায় রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করার পর যে যে কারন দর্শন তৃণমূল কংগ্রেস ত্যাগের জন্য তাঁর সাংবাদিক বৈঠকে তার প্রতিটার তীব্র বিরোধিতা করে কুনাল ঘোষ চিঠি দেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, অরুণ জেটলি, রাজনাথ সিং, কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষকে। সারদা এবং আলকেমিস্ট তদন্তে মুকুলের গুরুত্বের কথা উল্লেখ করে নারদায় অন্যতম অভিযুক্ত হিসেবে মুকুল বাবুকে চিহ্নিত করে কুণাল বাবু লেখেন, এই অবস্থায় বিজেপি ওঁকে নিলে মনে হবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে, তদন্ত বিশ্বাসযোগ্যতা হারাবে৷ আর এতেই নাকি বিজেপি নেতৃত্ত্ব দোটানায় পরে যান। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই পোর্টালে কিছু বিশদে জানানো হয় নি। প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সূত্রটা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই খবরের পরিপ্রেক্ষিতে লেখা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!