এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কুপিয়ে খুন করা হলো হেভিওয়েট বিজেপি নেতাকে, চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকাজুড়ে

কুপিয়ে খুন করা হলো হেভিওয়েট বিজেপি নেতাকে, চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকাজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মাথায় কুড়ুল মেরে হত্যা করা হলো বিজেপি নেতা নিখিল দাসকে। ৪০ বছর বয়স্ক নিখিল দাস উত্তর দিনাজপুর জেলার তপন থানার ঘটিকা নয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি জেলা বিজেপির এসটি মন্ডল মোর্চার সহ সভাপতি। তাঁর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হলেন তাঁর ভাই রাম দাস। আপাতভাবে, এই হত্যাকাণ্ডকে পারিবারিক ঘটনা বলে দাবি করা হলেও, এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট আছে বলে অভিযোগ নিখিল বাবুর পারিবারিক সদস্যদের ও স্থানীয় বিজেপি নেতৃত্বের।

নিখিল বাবুর এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হলেন তাঁর ভাই রাম দাস। যিনি এলাকার একজন তৃণমূল কর্মী বলে পরিচিত। এই ঘটনার জন্য তৃণমূলকে অভিযুক্ত করেছে বিজেপি নেতৃত্ব ও নিখিল বাবুর পরিবারের সদস্যরা। তবে এই ঘটনাকে সম্পূর্ণ পারিবারিক বিষয় বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তপন থানার পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।

স্থানীয় সুত্র থেকে জানা যাচ্ছে যে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করে বাড়ি ফিরছিলেন বিজেপি নেতা নিখিল দাস। সেসময় অকস্মাৎ একটি কুড়ুল দিয়ে তাঁর মাথায় প্রচণ্ড আঘাত করেন তাঁর ভাই রাম দাস। গুরুতর আহত হন তিনি। স্থানীয় মানুষেরা তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তির পর ক্রমশ তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। শেষ পর্যন্ত, গতকাল শুক্রবার ভোর চারটের সময় মৃত্যু হয় বিজেপি নেতা নিখিল দাসের। তাঁর পরিবারের সদস্যরা তপন থানাতে অভিযোগ দায়ের করেছে। তপন থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। গতকাল বিজেপি নেতার মৃতদেহ বালুরঘাট হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নিখিল বাবুর পরিবারের সদস্যরা ও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার জন্য অভিযুক্ত করেছে তৃণমূল শিবিরকে। তাঁরা অভিযোগ করেছেন যে, তৃণমূলের মদতেই ঘটেছে এই হত্যাকাণ্ড। ঘটনায় অভিযুক্ত রাম দাস স্থানীয় এলাকার একজন তৃণমূল কর্মী। এ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সম্পাদক বাপি সরকার জানালেন যে, বিজেপির জনৈক মন্ডল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। এলাকায় এই বিজেপি কর্মীর জনপ্রিয়তা লক্ষ্য করেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৃণমূল কর্মী ভাই খুন করেছেন তাঁকে। এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

তবে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা কো অর্ডিনেটর সুভাষ চাকী এ প্রসঙ্গে জানিয়েছেন যে, সম্প্রতি বিজেপি যেকোনো ঘটনায় রাজনৈতিক রঙ লাগাতে ব্যস্ত থাকে। তিনি দাবি করেছেন যে, দীর্ঘদিন ধরেই নিখিল দাস ও রাম দাসের মধ্যে জমি, জায়গা নিয়ে ঝগড়া চলছিল। এরপর ভাইয়ের হাতে খুন হয়েছেন দাদা। এটা সম্পূর্ণই পারিবারিক ব্যাপার। এর মধ্যে কোন রাজনীতির বিষয় নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!