এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কুপিয়ে খুন তৃণমূলের বুথ সভাপতিকে, অভিযোগের তীর বিজেপির দিকে

কুপিয়ে খুন তৃণমূলের বুথ সভাপতিকে, অভিযোগের তীর বিজেপির দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরেই রাজ্য জুড়ে ব্যাপক হিংসার ছবি প্রকাশ্যে এসেছে। এবং এই অশান্তির মূলে যে শাসক দল রয়েছে সে কথাই প্রচারিত হচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গায় শাসক দলের নেতাদেরও আক্রমণ করা হচ্ছে। আর সেরকমই বেশকিছু ঘটনা সামনে উঠে আসছে। গতকাল তারকেশ্বরে তৃণমূল নেতার মৃত্যুর পর এবার খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আলিপুরদুয়ারে। গতকালও অভিযোগ উঠেছিল গেরুয়া শিবিরের দিকে এবং আলিপুরদুয়ারের ঘটনাতেও অভিযোগের তির বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে আলিপুরদুয়ারের মথুরায় তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। তবে বিজেপির তরফ থেকে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ করে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক মথুরা এলাকার বাসিন্দা দীপক রায়। তার সঙ্গে আরো বেশ কয়েকজন বন্ধু ছিলেন। দীপক রায় এলাকার 12/44 নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি। দলীয় নেতৃত্ত্বের অভিযোগ, বাড়ি ফেরার পথে সোনাপুর এলাকায় তাঁকে দেখতে পেয়ে পথ আটকায় একদল দুষ্কৃতী।

এরপর তাঁর গাড়ির ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করা হয়। এবং তাঁকেও একইভাবে কোপানো হয়। কোনমতে দীপকের অন্যান্য সঙ্গীরা প্রাণ বাঁচাতে সক্ষম হন। রাতেই এই ঘটনার কথা শুনে এলাকায় ছুটে যান অন্যান্য তৃণমূল কর্মীরা। বুথ সভাপতি দীপক রায়কে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করা হয়। তাঁর মুখে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাত লক্ষ্য করা যায়। তাড়াতাড়ি দীপক রায়কে কাছেই বাবুরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনার কারণে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষতিগ্রস্ত গাড়ী উদ্ধার করা হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে দীপক রায়ের পরিবার এই ঘটনায় শোকে পাথর হয়ে গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে খুন করেছে দীপক রায়কে। এই ঘটনায় দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী।

অবশ্য এখনো পর্যন্ত গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, আলিপুরদুয়ার কেন্দ্রে ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী এবং জিতেছে বিজেপি প্রার্থী। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে এভাবে হিংসার ঘটনা ঘটছে কেন? এর কোনো সদুত্তর অবশ্য পাওয়া যায়নি। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। এই ঘটনা ঘিরে যাতে অশান্তি না ছড়িয়ে পড়ে তার জন্য পুলিশের পক্ষ থেকে টহল জারি আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!