এখন পড়ছেন
হোম > খেলা > কুরশির লড়াইয়ে মুখোমুখি মমতার দুই ভাই, ভোটযুদ্ধকে ঘিরেই উত্তপ্ত ময়দানের রাজনীতি

কুরশির লড়াইয়ে মুখোমুখি মমতার দুই ভাই, ভোটযুদ্ধকে ঘিরেই উত্তপ্ত ময়দানের রাজনীতি


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  চেয়ার দখলের লড়াই নিয়ে পরস্পর প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই ভাই অজিত বন্দ্যোপাধ্যায় ও স্বপন বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের পদে বসা নিয়ে তাদের লড়াই। এই লড়াইকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে খেলার ময়দানের রাজনীতিতে। আজ রবিবার রয়েছে এই নির্বাচন, যাকে ঘিরে সরগরম খেলার ময়দান।

নির্বাচনের আগেই দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের প্রতি একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন যে, তাঁর দাদা অজিত বন্দোপাধ্যায় লোভে পড়েই ভোট লড়ছেন। খেলাধুলার উন্নতি করতে চান না তিনি। তিনি জানিয়েছেন যে, অজিত বন্দোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে দু’টার্ম হয়ে গেলে সরে যাবেন তিনি। এ কারণেই গত বছর সেক্রেটারি পদে দাঁড়িয়েছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি অভিযোগ করেছেন যে, দাদা অজিত বন্দোপাধ্যায় কথা দিলেও কথা রাখেননি। আবার প্রেসিডেন্ট পদে বসে সমস্যার সমাধান করার পরিবর্তে সমস্যা বাড়িয়ে দিয়েছেন তিনি।

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিদায়ী সাধারণ সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন যে, দীর্ঘ সময় ধরে তিনি আছেন ময়দানে। কাউকে ধরে ময়দান করেন না তিনি। তাঁর দাবি, বেশিরভাগ মানুষ তাঁর পক্ষে আছেন। তিনি অভিযোগ করেছেন যে, ভোটে হেরে যাবার ভয় পেয়েই আইনি জট তৈরি করে দাদা অজিত বন্দ্যোপাধ্যায় ভোট করাতেই চাইছেন না।

ভাই স্বপন বন্দোপাধ্যায়ের একাধিক বিস্ফোরক অভিযোগের পরও দাদা অজিত বন্দোপাধ্যায় এই বিষয়ে তেমন কোনো বক্তব্য রাখেন নি। তিনি শুধু জানিয়েছেন যে, খেলাধুলার উন্নয়নের স্বার্থে নির্বাচনে লড়ছেন তিনি। এখানে দাদা-ভাইয়ের লড়াইয়ের কোন ব্যাপার নেই। চলছে ভোট প্রক্রিয়া। এখন তিনি কোনো মন্তব্য করতে চান না। যে যা বলছে বলতে পারেন। সময় এলে তিনি বলবেন বলে জানিয়েছেন।

আপনার মতামত জানান -

অন্যদিকে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভোটের নিয়ম অনুযায়ী বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধীনে থাকা ৩৪ টি সংস্থাকে ‘এ’ ক্যাটাগরির সংস্থা ও ৩০ টি সংস্থাকে ‘বি’ ক্যাটাগরির সংস্থা হিসেবে ভাগ করা হয়েছে। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরির সংস্থাগুলি দুটি করে ভোট দিতে পারে এবং ‘বি’ ক্যাটাগরির সংস্থাগুলি একটি করে ভোট দিতে পারে।

আবার আজকের নির্বাচনের আগেই স্বপন বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত রুপেশ কর ট্রেজারার পদে দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এবার নির্বাচনে অজিত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের তুরুপের তাস বলে পরিচিত বিশ্বরূপ দে লড়াই করছেন। তিনি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদের জন্য লড়াই করছেন।

আবার শোনা যাচ্ছে যে, অজিত বন্দোপাধ্যায়কে জয়লাভ করাতে বিশেষ সাহায্য করছেন ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকার। তবে, আজকের নির্বাচন বিষয়ে অনেকেই জানিয়েছেন যে, এই নির্বাচনে দাদা ভাইয়ের লড়াই পুরোটাই গট-আপ ব্যাপার। তবে আজকের নির্বাচনকে ঘিরে কুরসী দখলের লড়াই জমে উঠেছে। জমে উঠেছে ভোটযুদ্ধ। করোনা সংক্রমণের কারণে খেলাধুলো সেরকমভাবে না হলেও, এই পরিস্থিতির মধ্যেও জমে উঠেছে খেলা রাজনীতি তথা কুরসি দখলের লড়াই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!