এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কুরুচিরকর মন্তব্যের জেরে হেভিওয়েট তৃণমূল বিধায়ককে আইনি নোটিশ ধরালেন তৃণমূলেরই মন্ত্রী-কন্যা

কুরুচিরকর মন্তব্যের জেরে হেভিওয়েট তৃণমূল বিধায়ককে আইনি নোটিশ ধরালেন তৃণমূলেরই মন্ত্রী-কন্যা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   আবার প্রকাশ্যে শাসকদল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের স্থানে স্থানে প্রকাশ্যে এসে পড়ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দলের গোষ্ঠী কোন্দলে রীতিমতো জেরবার দলের শীর্ষ নেতৃত্ব। এবার কুরুচিকর মন্তব্যের কারণে বিধায়ক পরেশ পালকে আইনি নোটিশ পাঠালেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে। তবে, উত্তর কলকাতায় সাধন পান্ডে ও পরেশ পালের পরস্পরের লড়াই দীর্ঘকালের। কিন্তু এবার এই আইনি নোটিসের তাদের লড়াইকে নতুন মাত্রা দিয়েছে বলের বিশ্লেষকদের দাবি।

প্রসঙ্গত, রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে ও বেলেঘাটার বিধায়ক পরেশ পাল একে অপরের দীর্ঘসময়ের প্রতিপক্ষ। একে অপরকে বারবার নানা বাক্যবাণে বিদ্ধ করেছেন। দলের শীর্ষ নেতৃত্ব তাঁদের বারবার সংযত করার চেষ্টা করেও সেভাবে রোধ করতে পারেননি একের বিরুদ্ধে অপরের বাক্যবাণ নিক্ষেপকে। সম্প্রতি উভয়ের তীব্র বিরোধ বাধে এক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে। প্রবল বচসা, বিতর্ক বাধে।

সেখানে একে অপরকে সরাসরি ভাবে আক্রমণ করতে শুরু করেন। এরপর বেলেঘাটার বিধায়ক পরেশ পাল অকস্মাৎ তাঁদের সংঘাতের মাঝে টেনে আনেন সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডের প্রসঙ্গকে। ইতিপূর্বে অভিনেত্রী শ্রেয়া পান্ডেকে ইডি তলব করেছিল। এই বিষয় নিয়ে ঝাঁঝালো মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ হন অভিনেত্রী শ্রেয়া পান্ডে।

আপনার মতামত জানান -

বেলেঘাটার বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ করে সাধন পান্ডের কন্যা অভিনেত্রী শ্রেয়া পান্ডে জানিয়েছেন যে, বিধায়ক পরেশ পাল তাঁর চরিত্র হনণ করেছেন। এ প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন যে, দুজন রাজনীতিবিদের মধ্যে বাকযুদ্ধ থাকতেই পারে। বিতর্ক বাড়তে পারে, কিন্তু দুজনের মধ্যে তাঁকে টেনে আনা একেবারেই অনুচিত। একারণেই আইনের দ্বারস্থ হলেন তিনি শেষপর্যন্ত।

সূত্রের খবর বিধায়ক পরেশ পালকে তাঁর তিনটি ঠিকানাতে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। এই আইনি নোটিশটিতে ৭ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। তবে নোটিশ পাওয়ার পরও কোনো রকম ক্ষমা চাননি বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। তাই শ্রেয়া পান্ডের আইনজীবী জানিয়েছেন যে, এবার বিধায়কের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা জারি করা হতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো বক্তব্য রাখেন নি পরেশ পাল। এভাবে তীব্র হল পরেশ পাল ও সাধন পান্ডের দ্বন্দ্ব। আগামী বিধানসভা নির্বাচনের আগে যা অত্যন্ত অপ্রীতিকর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!