এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কটুক্তি উড়িয়ে এবার বড়সড় দায়িত্বে এই হেভিওয়েট নেতা, ক্ষোভ বাড়ছে দলের অন্দরেই

কটুক্তি উড়িয়ে এবার বড়সড় দায়িত্বে এই হেভিওয়েট নেতা, ক্ষোভ বাড়ছে দলের অন্দরেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তেমন ভাবে জনপ্রতিনিধি হওয়ার অভিজ্ঞতা নেই তার। বেশ কিছুদিন ধরেই প্রাক্তন কাউন্সিলার সহ নানা কটুক্তি বিভিন্ন মহল থেকে শুনতে হয়েছে তাকে। কিন্তু এই সব কিছুর মাঝেই এবার আলিপুরদুয়ার পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হলেন জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামীর অত্যন্ত ঘনিষ্ঠ মিহির দত্ত। যার ফলে জেলাজুড়ে এখন গুঞ্জন তৈরি হতে শুরু করেছে। সূত্রের খবর, এদিন পৌরসভার মিটিং হলে মহকুমা শাসকের কাছ থেকে প্রশাসকের দায়িত্ব বুঝে নেন মিহিরবাবু।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2018 সালের 21 অক্টোবর এই আলিপুরদুয়ার পৌরসভার বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছিল। আর তখন থেকেই মহকুমাশাসক এখানকার প্রশাসকের দায়িত্ব সামাল দিচ্ছিলেন। একাংশ বলেন, এই পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হওয়ার যোগ্যতম ব্যক্তি ছিলেন বর্তমান টাউন ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায়। কিন্তু তাকে বাদ দিয়ে জেলা সভাপতির অত্যন্ত ঘনিষ্ঠ মিহির দত্তকে এই পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করে দেওয়ায় দলের অন্দরে ক্ষোভ বৃদ্ধি পেতে শুরু করেছে বলে দাবি একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ইতিমধ্যেই পৌরসভার অধিকাংশ কাউন্সিলরকে এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, প্রশাসক বোর্ডের সদস্য পদের দায়িত্ব নেওয়ার আগেই ইস্তফা দিয়ে দিয়েছেন সেখানকার তিনজন সদস্য। যার ফলে সমস্যা আরও বাড়তে শুরু করেছে। অর্থাৎ বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার মিহির দত্তকে যে অনেকেই তেমন ভাবে গ্রহণ করতে পারছেন না, সেই ব্যাপারটি স্পষ্ট। কিন্তু এভাবে চলতে থাকলে, তিনি কীভাবে সকলকে নিয়ে কাজ করবেন?

যদি সমস্যা এতটাই জোরালো হয়, তাহলে কাজ করতে গিয়ে যে তাকে ব্যাপক অসুবিধার মুখে পড়তে হবে, সেই বিষয়টি নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে। এদিন এই প্রসঙ্গে মিহির দত্ত বলেন, “আমাকে কটুক্তি শুনতে হয়েছে আমার নাকি ক্লাব চালানোর মত অভিজ্ঞতা নেই। কিন্তু পুরসভার প্রশাসন চালানোর মত ক্ষমতা আমার আছে কি না, আমি সেটা কাজের মধ্য দিয়েই প্রমাণ করে দেব। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ শেষের মুখে। দ্রুত এই প্লকল্পটি চালু করা হবে।” সব মিলিয়ে বহু উক্তি করা সত্ত্বেও প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হয়ে দায়িত্ব পালনের বার্তা দিলেন মিহির দত্ত। তবে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এখন কতটা নিজের দায়িত্ব পালন করতে পারেন এই তৃনমূল নেতা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!