এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘জেলা ভাগ লেডি বিন তুঘলকের খামখেয়ালি সিদ্ধান্ত’! নতুন জেলা ভাগ নিয়ে বিস্ফোরোক সুকান্ত মজুমদার !

‘জেলা ভাগ লেডি বিন তুঘলকের খামখেয়ালি সিদ্ধান্ত’! নতুন জেলা ভাগ নিয়ে বিস্ফোরোক সুকান্ত মজুমদার !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি রাজ্যে  নতুন সাতটি জেলা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর তারপর থেকেই গোটা বিষয়টি নিয়ে বিরোধিতা করতে শুরু করেছে অনেকেই । ইতিমধ্যেই এই ব্যাপারে সরব হয়েছেন মুর্শিদাবাদ ভাগকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সংসদ অধীর রঞ্জন চৌধুরী। আর এবার জেলা ভাগের সিদ্ধান্ত নিয়ে  মুখ্যমন্ত্রী সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হলেন বিজেপির রাজ্য সভাতি সুকান্ত মজুমদার ।

আজ এই প্রসঙ্গে  মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একটি বিস্ফোরোর টুইট করে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত  মজুমদার যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রি মমতাকে ‘লেডি বিন তুঘলক’ বলে উল্লেখ করলেন রাজ্য বিজেপি সভাপতি। এদিন সুকান্ত তাঁর টুইটে লেখন “স্থানীয় অনুভূতি বিবেচনা না করে লেডি বিন তুঘলকের আরও 7টি জেলা করার বাতিকপূর্ণ সিদ্ধান্ত তার অত্যাচারী শাসনের আরেকটি উদাহরণ। বিশ্বব্যাংক ভারী ঋণের বোঝা চাপাচ্ছে, এটি আরও বোঝা বাড়াবে এবং বিকেন্দ্রীভূত দুর্নীতির নতুন পথ খুলে দেবে।”

স্বভাবতই এই টুইটের মাধ্যমে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে আরও 7টি জেলা করার সিদ্ধান্ত ভিত্তিহীন খামখেয়ালি সিদ্ধান্ত এর ফলে বিকেন্দ্রীভূত দুর্নীতির নতুন পথ খুলে দেবে বলেই তিনি মনে করছেন। তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে পরিস্থিতি কোন দিকে মোর নেয় সেদিকে নজর সকলের । 

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!