এখন পড়ছেন
হোম > রাজ্য > লাগাম ছাড়া আলুর দাম নিয়ন্ত্রণে কড়া মনোভাব মমতার! এবার নিতে চলেছেন বিশেষ পদক্ষেপ, জেনে নিন

লাগাম ছাড়া আলুর দাম নিয়ন্ত্রণে কড়া মনোভাব মমতার! এবার নিতে চলেছেন বিশেষ পদক্ষেপ, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যজুড়ে করোনা সঙ্কটকালে আরও একটি সংকট এসে উপস্থিত হয়েছে। যা হলো দ্রব্যমূল্য বৃদ্ধি। শাকসবজির মূল্য বৃদ্ধি ত্রস্ত করেছে রাজ্যবাসীকে। তবে সম্প্রতি রাজ্যবাসীর কাছে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আলুর দামের উত্তরোত্তর বৃদ্ধি। গতকাল মঙ্গলবার কলকাতার বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৫ টাকা প্রতি কেজিতে আর চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে ৩৭ থেকে ৩৮ টাকা কেজি দরে।

আলুর এই ব্যাপক মূল্য বৃদ্ধির কারণ খুঁজতে গিয়ে বেশ কিছু বিষয় সামনে এসে দাঁড়িয়েছে। রাজ্যের কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিন ব্যাপক পরিমানে আলু পাচার করা হচ্ছে প্রতিবেশী রাজ্যগুলিতে। এর সঙ্গে সঙ্গেই বেশ কিছু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে ব্যাপক পরিমাণে হিমঘরে মজুত করেছে আলুর দাম বাড়াচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আলুর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে মূল্য নিয়ন্ত্রণে স্বয়ং মুখ্যমন্ত্রী এগিয়ে এসেছিলেন, কিন্তু রোধ করতে পারেন নি। এরপর আলুর দাম নিয়ন্ত্রণে গত শুক্রবার নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন প্রতিনিধি একাধিক ব্যবসায়ী সংগঠনের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন। সেদিনের এই এই বৈঠকে বলা হয়েছিল রাজ্যে আলুর পাইকারি মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেইসঙ্গে রাজ্যের সমস্ত আলু ব্যবসায়ীদের সাতদিন সময় দেওয়া হয়েছিল। এই সাত দিনের মেয়াদ আগামী বৃহস্পতিবার শেষ হতে চলেছে। কিন্তু এই সাত দিনে আলুর দাম একটুও কমানো সম্ভব হয়নি। এখনো পাইকারি বাজারে আলুর দাম প্রতিকেজি ২৭ টাকা।

এবার আলুর মূল্য নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার করা পদক্ষেপ নিতে চলেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা রাজ্যের সমস্ত বেআইনি আলুর কারবার বন্ধ করতে অভিযানে নামতে চলেছে এনফর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি। রাজ্য জুড়ে আলুর মজুত করণ, আলুর পাচার সর্বোপরি আলুর ব্যবসার উপর কড়া নজরদারি চালানো হবে ইবির পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন বাজার, গুদাম , সীমান্ত এলাকার সমস্ত স্থান পরিদর্শন করবে ইবি।

ইবি কাল থেকে রাজ্যের সমস্ত আলু ব্যবসায়ীদের ব্যবসায়ী চালান, ট্রেড লাইসেন্স, আয়করের কাগজপত্র সমস্ত কিছু দেখবে। আলুর যে আইনি মজুতের খবর পেলেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এ প্রসঙ্গে ইবির ডিজি গঙ্গেশ্বর সিং বলেছেন, ” এ নিয়ে আমরা প্রস্তুতি শুরু করেছি। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। তবে বিস্তারিতভাবে পুরো বিষয়টি বলব না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!