এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লাগাতার লুকোচুরির পর অবশেষে প্রকাশ্যে অনুব্রত, ‌জেনে নিন

লাগাতার লুকোচুরির পর অবশেষে প্রকাশ্যে অনুব্রত, ‌জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে নজর বন্দি করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল। আর তারপর থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তবে হঠাৎ করেই আজ বুধবার বাড়ি থেকে বেরিয়ে কার্যত সকলের নাগালের বাইরে চলে যান বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। যার ফলে নানা মহলে প্রশ্ন তৈরি হয়, কেন সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেন অনুব্রত মণ্ডল? অবশেষে নানা জল্পনা-কল্পনার পর এবার তার সন্ধান পেল নির্বাচন কমিশন।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার বিকেল 5 টা থেকে 30 এপ্রিল সকাল সাতটা পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে নজর বন্দি করে রাখা হয় অনুব্রত মণ্ডলকে। যার কারণে তার বাড়ির সামনে মোতায়েন হয় কেন্দ্রীয় বাহিনী। কিন্তু আজ সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এড়িয়ে গাড়ি নিয়ে বেলা সাড়ে 11 টার সময় বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই তার গাড়ির হদিশ হারিয়ে ফেলে কেন্দ্রীয় বাহিনী। তবে পরবর্তীতে কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, মাঝ রাস্তায় ট্রাফিক সিগনালে একটু বেশি এগিয়ে গিয়েছিল অনুব্রত মণ্ডলের গাড়ি। পরবর্তীতে তার নাগাল পেয়েছে নজরদারি দল।

বলা বাহুল্য, অনুব্রত মণ্ডল সকলের চোখে ধুলো দিয়ে প্রতারণা করেছেন বলে দাবি করতে শুরু করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছিল ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে শোরগোল তৈরি হয়। তবে কিছু সময়ের মধ্যেই তার নাগাল পেলেও নির্বাচন কমিশন। সব মিলিয়ে নজর এড়িয়ে গেলেও আবার কমিশনের নজরবন্দি হলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!