এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লাগাতার NIA-এর দীর্ঘ জেরার মুখোমুখি হলেও তৃণমূলের জঙ্গলমহলের ‘মুখ’ হাল ছাড়তে নারাজ! জেনে নিন

লাগাতার NIA-এর দীর্ঘ জেরার মুখোমুখি হলেও তৃণমূলের জঙ্গলমহলের ‘মুখ’ হাল ছাড়তে নারাজ! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জঙ্গলমহলের একসময়কার মুকুটহীন সম্রাট ছিলেন মাওবাদী নেতা ছত্রধর মাহাতো। জঙ্গলমহলের সমস্ত ক্ষমতা একটাসময় তার হাতেই ছিল। কিন্তু গত ২০০৯ সালে জঙ্গলমহলে সিপিএম নেতা প্রবীর মাহাতোকে হত্যা ও ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন অপহরণের ঘটনায় গ্রেফতার করা হয় তাঁকে। সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। এখন তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য ও সেইসঙ্গে তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ নেতা।

অন্যদিকে জঙ্গলমহলের পূর্বোক্ত বিভিন্ন ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকরি সংস্থা এনআইএ। পূর্বোক্ত সিপিএম নেতা হত্যার ঘটনা ও ট্রেন আবহরণের ঘটনার তদন্তে ছত্রধর মাহাতো কে ডেকে পাঠানো হয় পশ্চিম মেদিনীপুরের শালবনির একটি কোবরা বাহিনীর ক্যাম্পে গত শুক্রবার ও শনিবার দীর্ঘ সময় ধরে তাকে জেরা ও জিজ্ঞাসা করছেন তদন্ত সংস্থার আধিকারিকেরা। এরপর গত শনিবার জেরা শেষে তিনি যোগ দেন কর্ম পূজার অনুষ্ঠানে।

গত শনিবার রাত থেকেই একাধিক কর্ম পূজার উৎসব কেন্দ্রে যোগ দিয়েছিলেন তিনি। গতকাল রবিবার সকালেও তিনি তিনি বিভিন্ন জায়গায় উৎসব পালন করেছেন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর আঙ্গারনালি ও ছত্রী এলাকায় পরপর দুটি পূজার অনুষ্ঠানে যোগদান করেছিলেন তিনি। পূজার উদ্যোক্তারা তাকে সম্বর্ধনা জানিয়েছেন। এছাড়াও গত রবিবার তিনি আরো কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছেন। করম পূজার অনুষ্ঠান মঞ্চে গিয়ে তাকে বলতে শোনা গেল, ” যে জঙ্গলমহলের স্বপ্ন আমি দেখেছিলাম, আজ তার অনেকটাই বাস্তব রূপ পেয়েছে। আমি মানুষের দাবিতে গণআন্দোলন করেছিলাম। এখনও মানুষের পাশেই আছি। আগামী দিনেও থাকব। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কেন্দ্রীয় সংস্থা আইএনের জেরা প্রসঙ্গে ছত্রধর জানালেন যে, রাজনৈতিকভাবে তার ওপর চাপ সৃষ্টি করতেই ১১ বছরের পুরনো দুটি মামলার পুনরায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তবে এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সংস্থাকে তদন্তের ব্যাপারে তিনি সব রকম ভাবে সহযোগিতা করেছেন।

গত শনিবার জঙ্গলমহলে বিশেষ প্রচেষ্টায় চললো উৎসব পালন। জঙ্গলমহলের বিভিন্ন গ্রামের আদিবাসীরা উৎসবে মেতে উঠলেন। গতকাল রবিবার সারাদিন ধরে করম পূজার উৎসব যোগদান করলেন মাওবাদী নেতা ছত্রধর মাহাতো। জঙ্গলমহলের প্রতিটি জেলায় উৎসব পালিত হলো। প্রায় সমস্ত স্হানেই ছত্রধর মাহাতোর উপস্থিতি ছিল লক্ষণীয়।গতকাল ঝারগ্রাম শহরের জেলাশাসকের অফিস প্রাঙ্গণে বিরাট করে এই উৎসবের আয়োজন করা হলো এখানে উপস্থিত ছিলেন ছত্রধর মাহাতো ছাড়াও ঝাড়গাম জেলাশাসক আয়েশা রানি ও বেশকিছু বিশিষ্ট আধিকারিক। আদিবাসী উন্নয়ন বিভাগ ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এখানে উৎসব পালনের ব্যবস্থা করা হয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!