এখন পড়ছেন
হোম > জাতীয় > লাগাতার ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ ! চতুর্থ ঢেউ কি সম্মুখে ?

লাগাতার ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ ! চতুর্থ ঢেউ কি সম্মুখে ?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   আবারও নতুন করে করোনা সংক্রমন দৈনন্দিন ঊর্ধ্বমুখী হয়ে চলেছে লাগাতার যেভাবে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে তা তাতে করোনা চতুর্থ ঢেউ আছড়ে পড়তে চলেছে ? তবে এখনই এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত তেমনটা পাওয়া যাচ্ছে না । তবে  যে ভাবে দৈনন্দিন করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে তা যথেষ্ট উদ্বেগারে কারণ বলে মনে করছেন বিষেশজ্ঞরা ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে গত 24 ঘন্টায় দেশের নতুন করে করুন আক্রান্ত হয়েছেন 2593 যা গতকালকের তুলোনায় বেশি ।  যে পাশাপাশি করোনা থেকে  সুস্থ হয়ে উঠেছেন 1755 তবে  । এই মুহূর্তে দেশে মোট করোনা সংক্রমণের  বেড়ে দাঁড়িয়েছে 15 হাজার 837 জন ব্লেলে জানা গেছে  ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!