লক্ষ লক্ষ পদ শূন্য পড়ে আছে, হচ্ছে না নিয়োগ,বেকারত্ব নিয়ে রাজ্যকে প্রবল কটাক্ষ দিলীপ ঘোষের জাতীয় তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য July 20, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে দিল্লি গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সংসদের অধিবেশন শেষ করে রাজ্যে ফিরতে পারেন তিনি। গতকাল দিল্লি থেকে গণমাধ্যমের সামনে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে যেমন তিনি সমালোচনা করলেন, তেমনি বেকারত্ব নিয়ে রাজ্যকে কটাক্ষ করলেন। তিনি জানালেন, চাকরি চাইতে গেলে জোটে পুলিশের লাঠি। ৫ লক্ষ পদ শূন্য পড়ে আছে, কিন্তু হচ্ছে না নিয়োগ। গতকাল, ভবানী ভবনের সামনে কনস্টেবল পদের চাকরি প্রার্থীরা প্রবল বিক্ষোভ দেখান। এরপর লাঠি মেরে চাকরিপ্রার্থীদের সরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনা প্রসঙ্গে বক্তব্য রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানালেন, ভবনী ভবনে চাকরি চাইতে গিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। পুলিশ তাদের লাঠিপেটা করেছে। লাঠি নিয়ে পুলিশ তাদের তাড়া করেছে। তিনি জানালেন, দুমাস আগে তাঁরা দেখেছিলেন কিছু দাগি মন্ত্রীকে নারদ কান্ডে গ্রেপ্তার করেছিল সিবিআই। সিবিআই অফিসে বহু লোক জড়ো হয়েছিলেন। বিশৃংখলা সৃষ্টি হয়েছিল। কিন্তু পুলিশকে লাঠিপেটা করতে দেখা যায়নি। বরং তাদের সহযোগিতা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, পশ্চিমবঙ্গের পুলিশের ভূমিকা বড়ই বিচিত্র। তিনি জানালেন, চাকরি চাইতে গেলে লাঠিপেটা করা হয়। রাজ্যের প্রচুর সরকারী পদ শূন্য পড়ে আছে। শূন্য পদের তালিকা তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানালেন ৫ লক্ষ সরকারী পদ শূন্য পড়ে আছে, কিন্তু হচ্ছেনা নিয়োগ। রাজ্যে বর্তমানে বেকারত্বের হার ২২ %। তৃণমূল সরকার বারবার বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করে থাকে। পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্য গুলির অনেকটা এগিয়ে আছে বেকারত্বে। আসামে বেকারত্বের হার ০.৬%, উত্তরপ্রদেশে বেকারত্বের হার ৪.৮%, ত্রিপুরাতে বেকারত্বের হার ৯.৬%, কেরালায় বেকারত্বের হার ২৬%। একেবারে তালিকা তুলে ধরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, পশ্চিমবঙ্গে ৮৭ হাজার শিক্ষকের পদ শূন্য পড়ে আছে। কলকাতা পুলিশে ৮৫ হাজার পদ শূন্য পড়ে আছে। পশ্চিমবঙ্গ পুলিশে শূন্য পড়ে আছে ৭৫ হাজার পদ। লাইব্রেরিয়ান এর ক্ষেত্রে ৩৭০০ পদ শুন্য, দমকল বিভাগে ৬৩০০ টি পদ শূন্য পড়ে আছে। গ্রূপ ডিতে ১ লক্ষ ৩৯ হাজার পদ শূন্য, খাদ্য দপ্তরে ১২ হাজার শূন্য, হাসপাতালে ২৩ হাজার স্থায়ী পদ শূন্য পড়ে আছে। এ কারণেই রাজ্যে বেকারত্বের হার ২২ শতাংশ। বেকারত্ব ইস্যুতে রাজ্যকে প্রবল কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আবার, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, মঙ্গলকোটে তৃণমূল নেতাকে খুন করা হলে, তার তদন্তের জন্য পাঁচ সদস্যের সিট গঠন করা হয়। কিন্তু ভোটের ফল ঘোষণার পর প্রায় ৫০ জন বিজেপি কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু তাদের পরিবারের কান্নায় কর্ণপাত করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক ঘটনা তিনি অস্বীকার করেছেন। আপনার মতামত জানান -