এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলাই পাখির চোখ! তৃণমূলের ঘুম ওড়াতে আবার বঙ্গ সফরে অমিত শাহ, ক্রমশ চড়ছে জল্পনার পারদ

বাংলাই পাখির চোখ! তৃণমূলের ঘুম ওড়াতে আবার বঙ্গ সফরে অমিত শাহ, ক্রমশ চড়ছে জল্পনার পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট এরাজ্যে একুশের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই জোর তৎপরতা শুরু হয়েছে। আর সেদিকে নজর দিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দামামা সদ্যই কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এসে বাজিয়ে গেছেন। তাই আর সময় নষ্ট না করে বাংলা জেতার লক্ষ্যে কেন্দ্রীয় বিজেপি শিবির বাংলার দায়িত্বভার নিজেদের হাতে তুলে নিলেন। আর সেই উপলক্ষে একই মাসে দ্বিতীয় বার বঙ্গ সফরে আসতে চলেছেন অমিত শাহ বলে শোনা যাচ্ছে। আর তাই নিয়েই শুরু হয়েছে বঙ্গ বিজেপি শিবিরে জোরদার তোড়জোড়। বিশেষ সূত্রের খবর, আগামী 30 নভেম্বর হয়তো আবার বাংলায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার বিজেপির কার্যালয় থেকে একুশের বিধানসভা নির্বাচনের দায়িত্বভাগ করে দেওয়া হয়েছে হয়েছে এবং এই দায়িত্বভাগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 6 কেন্দ্রীয় নেতা। পাঁচটি সাংগঠনিক জোনে ভাগ করা হয়েছে বাংলাকে। এবং প্রত্যেকটি জোনের দায়িত্বে থাকছেন একজন কেন্দ্রীয় নেতা। প্রত্যেকে নিজেদের সংগঠনের দলীয় পরিস্থিতি সবিস্তারে জানাবেন অমিত শাহের কাছে। সবকিছু পর্যালোচনা করার পর হয়তো নভেম্বরের 30 তারিখে বাংলায় আবার পা দিতে চলেছেন অমিত শাহ। তবে কবে, কখন, কিভাবে তিনি আসবেন সে সম্পর্কে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি বলেই খবর।

21 এর বিধানসভা নির্বাচনকে প্রথম থেকেই পাখির চোখ করেছে গেরুয়া শিবির। আর সেই উদ্দেশ্যেই বাংলাকে হাতে পেতে কোনরকম ঢিলেমি দিতে রাজি নয় কেন্দ্রীয় গেরুয়া শিবির। ইতিমধ্যে 5 এবং 6 ই নভেম্বর দুদিনের জন্য রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ এবং তখনই তিনি একুশের বিধানসভা নির্বাচনী লড়াইয়ের স্ট্র্যাটেজি ঠিক করে দিয়েছিলেন বাংলার গেরুয়া শিবিরকে। সূত্রের খবর, তখনই তিনি নিজেই জানিয়েছিলেন, কালীপুজোর পর আবারও তিনি বাংলায় আসতে পারেন। 2021 এর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিজেপির রাজ্য সংগঠনে ব্যাপক বদল হয়েছে। তবে বিধানসভা নির্বাচনী লড়াইয়ে শুধুমাত্র বঙ্গ বিজেপির উপর আর ভরসা করছেনা কেন্দ্রীয় শিবির বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে রাজ্যের পাঁচটি সাংগঠনিক জোনের দায়িত্বভার দেওয়া হয়েছে রাজ্যের নেতাদের ওপর। কিন্তু তাতেও সন্তুষ্ট নয় কেন্দ্রীয় গেরুয়া শিবির। তাই এবার রাজ্য নেতাদের মাথার ওপর বসানো হলো পাঁচজন কেন্দ্রীয় নেতাকে। মঙ্গলবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য কলকাতার রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে একটি বৈঠক করেন। এবং সেখানেই তিনি দায়িত্ব বন্টন করে দিয়েছেন বলে জানা গিয়েছে। আগামী 18 থেকে 20 তারিখের মধ্যে দায়িত্বপ্রাপ্ত জেলাগুলির গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় নেতারা। আর তারপরে সমস্ত পরিস্থিতি বিবেচনা করে সম্পূর্ণ রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে বলে জানা গিয়েছে।

অমিত শাহ সেসব রিপোর্ট খতিয়ে দেখবেন বলে দলীয় সূত্রে খবর। এবং তারপর নতুন পরিকল্পনা নিয়ে আবারও রাজ্যে অমিত শাহ হাজির হতে চলেছেন বলে শোনা যাচ্ছে। রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলে অবশ্য শোনা যাচ্ছে, গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কেন্দ্রীয় নেতারা আর বাংলার গেরুয়া শিবিরের নেতাদের ওপর ভরসা রাখতে পারছেন না। সে কারণেই বাংলার দায়িত্ব হাতে তুলে নিলেন তাঁরা। আর বাংলার পরিস্থিতি আগেই বুঝে গিয়ে গিয়েছেন কেন্দ্রীয় বিজেপির অন্যতম নেতা অমিত শাহ। তাই আর কোনরকম কালক্ষেপ না করে এবার বাংলা নিয়ে তোড়জোড় শুরু কেন্দ্রীয় বিজেপি শিবিরের। সেই সূত্রেই এবার বঙ্গ সফরে আসতে চলেছেন অমিত শাহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!