আবার আশঙ্কা বাড়িয়ে সাগরপারেরও হানা দিল করোনা। অন্যান্য জাতীয় January 19, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২০১৯ এর শেষে বিশ্বজুড়ে হানা দিয়েছিল করোনা। এরপর বাকিটা সকলেরই জানা। প্রথমে বিশ্বের তাবড় তাবড় দেশে দাপিয়ে বেড়ায় করোনা। সারা বিশ্ব কার্যত অচল হয়ে পড়ে। সেখানে বিশ্বে প্রতি প্রান্তে নিজের বিস্তার কায়েম করতে সক্ষম হয় করোনা। সুদূর দক্ষিণে বরফে ঢাকা আন্টার্টিকাও বাঁচতে পারেনি তার প্রকোপ থেকে। ভারতবর্ষ প্রায় এক বছর ভুগছে করোনা সংক্রমণে। কিন্তু এতদিন আরব সাগরের বুকে লাক্ষাদ্বীপে দাগ কাটতে পারেনি কোরোনা। কিন্তু এবারে লাক্ষাদ্বীপেও পাওয়া গেল করোনা ভাইরাসের হদিস। করোনা অতিমারির প্রায় এক বছর পর, সোমবার লাক্ষা দ্বীপে প্রথম কোনো ব্যক্তি আক্রান্ত হলো কোরোনা ভাইরাসের দ্বারা। পি টি আই সূত্রে জানা গেছে ওই ব্যক্তি, লাক্ষা দ্বীপের রাজধানী কাভারার্টি থেকে কচির উদ্দেশ্যে যাত্রা করেন গত ৩ রা জানুয়ারি। এরপর সোমবার ওই ব্যক্তি করোনা পজিটিভ হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এর ঠিক দুই সপ্তাহ আগেই, লাক্ষাদ্বীপ কচি থেকে আসা ব্যক্তিদের, বাধ্যতামূলক কোয়ারেন্টিনের সিদ্ধান্ত প্রত্যাহার করে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সোমবার জানানো হয়েছে, ওইদিন সারা দেশে ১,৪৮,২৬৬ জন ব্যক্তি ভ্যাকসিন পেয়েছে। এখন পর্যন্ত মোট ভ্যাকসিন পেয়েছে ৩,৮১,৩০৫ জন। প্রথম দিন অর্থাৎ ১৬ই জানুয়ারি ২,০৭,২২৯ জন ব্যক্তি ভ্যাকসিন পেয়েছেন। সরকারি তরফে জানানো জানানো হয়েছে শনিবার যত লোক ভ্যাকসিন পেয়েছে ভ্যাকসিন পেয়েছে তা, একদিনে কোনো দেশে দেওয়া সর্বাধিক সংখ্যক ভ্যাকসিন। দৈনিক ভ্যাকসিন দেওয়ার নিরিখে নিরিখে সংখ্যাটা ইউএসএ ইউকে এবং ফ্রান্সকেও ছাপিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে সাস্থ্য মন্ত্রকের তরফে। আজ দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১০০৬৪ জন, কালকের তুলনায় সংখ্যাটা কিছুটা কমেছে। কাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫১৪৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৪১১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২,০০,৫২৮। গত ২৪ ঘণ্টায় দেশে ৭,০৯,৭৯১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যগুলির মধ্যে দৈনিক করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কেরালা, সেখানে গত ২৪ ঘণ্টায় ৩৩৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পর রয়েছে মহারাষ্ট্র, সেখানে ১৯২৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। আপনার মতামত জানান -