এখন পড়ছেন
হোম > রাজনীতি > লক্ষ্য বিধানসভা! ডিসেম্বর থেকেই সমগ্র রাজ্যবাসীর জন্য অনন্য উপহার মুখ্যমন্ত্রী মমতার

লক্ষ্য বিধানসভা! ডিসেম্বর থেকেই সমগ্র রাজ্যবাসীর জন্য অনন্য উপহার মুখ্যমন্ত্রী মমতার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন আসতে আর বিশেষ দেরি নেই। আর সেদিকে নজর রেখেই এবার একের পর এক জনমোহিনী ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যের অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের বেতন বাড়তে চলেছে। এবার সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে পাকাপাকি ব্যবস্থা করলেন তৃণমূল নেত্রী। নতুন বছর থেকেই অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীরা অতিরিক্ত হাজার টাকা হাতে পাবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে এতদিন ধরে স্বাস্থ্যসাথীর সুবিধা শুধুমাত্র রাজ্যের বিশেষ কয়েকজন পেতেন। কিন্তু এবার থেকে সরকারি প্রকল্প স্বাস্থ্যসাথীর সুবিধা যাতে রাজ্যের সবাই পান, সে ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্যসাথী কার্ড এর জন্য কিভাবে আবেদন করা যাবে এবং কিভাবে ব্যবহার করা যাবে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী নতুন স্বাস্থ্যসাথী কার্ড প্রকাশ করলেন। আবেদনকারীদের হাতে হাতে পৌঁছাবে এই স্বাস্থ্যসাথী কার্ড বলে জানা গিয়েছে। পয়লা ডিসেম্বর থেকে নতুন স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবা চালু হচ্ছে। জানা গিয়েছে, প্রত্যেক পরিবারের অভিভাবক এর নামে যদি 5 লক্ষ টাকার বীমা সংক্রান্ত কার্ড থাকে, তাহলে রাজ্যের সমস্ত হাসপাতালের সাথে সাথে ভেলোর এবং এইমসেও চিকিৎসা করাতে পারবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী নতুন স্বাস্থ্যসাথী কার্ড প্রকাশ্যে এনে তার সাথে ‘আয়ুষ্মান ভারত যোজনা’র তুলনাও করেন।

মুখ্যমন্ত্রীর মতে, আয়ুষ্মান ভারত প্রকল্পে কেন্দ্রীয় সরকার 60 শতাংশ খরচ দেয়। বাকি 40% খরচ বইতে হয় সাধারণ মানুষকে। কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পে 100% খরচই বহন করবে রাজ্য সরকার। এবং এর সাথে সাথেই কেন্দ্র থেকে প্রাপ্ত অর্থ না পাওয়া নিয়ে এদিন আবারও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন, কেন্দ্রের অর্থ না পেলেও যেভাবে রাজ্য সমস্ত প্রতিকূলতা কাটিয়ে একের পর এক প্রকল্প রূপায়ণ করে চলেছে, তা অন্যান্য রাজ্যের কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী ‘দুয়ারে দুয়ারে সরকার’ নামক যে প্রকল্পের ঘোষণা করেছিলেন, তার সাথে স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য এবার দ্রুত পদক্ষেপ গ্রহণ করার কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথেই জানালেন, আগামী কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্যাম্প করা হবে এবং যেখানে প্রত্যাশিত প্রকল্পের আবেদন করা যাবে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে তৃণমূল শিবিরের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে।

একদিকে গেরুয়া শিবির থেকে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ যেমন তোলা হচ্ছে, তেমনই রাজ্যের অন্যান্য বিরোধী দলসহ তৃণমূলের অন্দরের অনেক নেতাকর্মীরাও দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। এই অবস্থায় দলকে সামাল দেওয়ার জন্য এবং সাধারণ মানুষকে কাছে টানার জন্য তৃণমূল নেত্রী জনমোহিনী প্রকল্পের হাত ধরে মানুষের মন জিতে নেওয়ার চেষ্টা যে চালাচ্ছেন, সে ব্যাপারে একমত সবাই। বলা যেতে পারে, আগামী ডিসেম্বর থেকে সমগ্র রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী নিয়ে এলেন অনন্য উপহার এবং এই উপহার বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতেই পাওয়া বলে দাবি করছে রাজনৈতিক মহল।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!