এখন পড়ছেন
হোম > জাতীয় > লাল চোখ দেখাচ্ছে করোনা, আবার গৃহমুখী হতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকেরা

লাল চোখ দেখাচ্ছে করোনা, আবার গৃহমুখী হতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকেরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছর দেশজুড়ে করোনা সংক্রমণে ব্যাপক দুরবস্থার সম্মুখীন হতে হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। ট্রেন-বাসের অভাবে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল তাঁদেরকে অভুক্ত, অসহায় ভাবে। অনেকে পায়ে হেঁটে, সাইকেল চালিয়ে মাইলের পর মাইল পথ অতিক্রম করেছিলেন। সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় এক লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। মহারাষ্ট্র থেকে শ্রমিকরা আবার বাড়ি ফিরতে শুরু করে দিয়েছেন।

গত, ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৫৭ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে মহারাষ্ট্রে নাইট কারফিউ চলছে, বিভিন্ন জায়গায় চলছে লকডাউন। এর সঙ্গে সঙ্গেই একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যার ফলে অনেক পরিযায়ী শ্রমিক রুজি হারিয়ে ফেলেছেন। তাই, বাড়ি ফিরে আসার ব্যাপারে উদ্যোগ নিতে শুরু করেছেন। গত বছর ট্রেন, বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায়, তাদের যথেষ্ট কষ্ট পোহাতে হয়েছিল। তাই এবার ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবার আগেই তারা বাড়ি ফেরার চিন্তাভাবনা করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুদিন ধরে মহারাষ্ট্রের একাধিক শহর থেকে বাড়ির পথে রওনা দিতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। ট্রেনে, বাসে বাড়তে শুরু করেছে পরিযায়ী শ্রমিকদের ভিড়। বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্র কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার জন্য ট্রেনের টিকিট বুকিং করতে শুরু করে দিয়েছেন। একাধিক স্টেশনে ট্রেনের টিকিট কাটতে লম্বা লাইন চোখে পড়ছে। করোনা সংক্রমণে মজুরি হারিয়ে অনেকেই বাড়ি ফিরে আসতে শুরু করেছেন। অর্থাভাবে সেখানে থাকার ঝুঁকি নিতে চাইছেন না পরিযায়ী শ্রমিকরা।

উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া এক পরিযায়ী শ্রমিক জানালেন যে, গত ফেব্রুয়ারি মাসে তিনি কাজে যোগ দিয়েছেন। কিন্তু করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায়, কাজ হারিয়েছেন তিনি। মহারাষ্ট্রে তিনি এখন আর কোন কাজ পাচ্ছেন না। এ কারণে এবার তিনি বাড়ি ফিরতে চান। বাড়ি ফিরে গিয়ে কৃষিকাজে মনোযোগ দিতে চান তিনি। তাঁর মতো বহু পরিযায়ী শ্রমিক এমনই চিন্তাভাবনা শুরু করেছেন। তাই মহারাষ্ট্র থেকে আবার নামতে শুরু করেছে পরিযায়ী শ্রমিকের ঢল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!