এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লালকেল্লা থেকে নেতাজির স্মৃতিবিজড়িত সামগ্রী সরিয়ে ফেলার বিস্ফোরক অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে

লালকেল্লা থেকে নেতাজির স্মৃতিবিজড়িত সামগ্রী সরিয়ে ফেলার বিস্ফোরক অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নেতাজির ব্যবহৃত টুপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্রকুমার বসু বেশ কয়েক বছর আগে। যা লালকেল্লায় রেখে দেন প্রধানমন্ত্রী। এরপর গত ২৩ সে জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্ম দিবস উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজির ব্যবহৃত চশমা, তলোয়ার ও আরো কিছু সামগ্রির সঙ্গে এই টুপিও আনা হয়। এ বিষয়ে গতকাল হঠাৎ বিস্ফোরক অভিযোগ করেন চন্দ্রকুমার বসু। তিনি অভিযোগ করেন, লালকেল্লা থেকে উধাও হয়ে গেছে নেতাজির ব্যবহৃত টুপি। তাঁর এই বিস্ফোরক অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এর জবাব দেওয়া হয়।

গতকাল বিকেলে একটি টুইট করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্রকুমার বসু। হ্যাসট্যাগ করে তিনি লিখেছিলেন, নেতাজির টুপি উধাও। টুইট করে তিনি জানান, লালকেল্লায় রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নেতাজির ঐতিহাসিক টুপি বসু পরিবারের পক্ষ থেকে তুলে দেয়া হয়েছিল। সেটিকে কখনো স্থানান্তর করার কথা ছিল না। প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন তিনি, টুপিটিকে যথাস্থানে যেন ফিরিয়ে আনা হয়, তার নির্দেশ দিতে।

পরে এ প্রসঙ্গে তিনি জানান যে, তিনি জানতে পেরেছেন এই টুপি এখন আর লালকেল্লায় নেই। এরপর তিনি জেনেছেন যে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে কাচের বাক্সে এই ধরনের একটি টুপি রাখা আছে। এই টুপি আসল, না নকল? তা তিনি জানেন না। সেটি আসল কিনা? তা হাতে নিলেই তিনি বুঝতে পারবেন। কিন্তু এটি যদি আসল হয়, তবে এই টুপি এখানে থাকার কথা নয়। এই টুপি লালকেল্লাতে রাখতে প্রধানমন্ত্রীর কাছে তাঁরা দিয়েছিলেন। সেখান থেকে এটিকে এখানে আনা উচিত হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর এ বিষয় সম্পর্কে জানতে ভিক্টোরিয়া মেমোরিয়ায়ের কিউরেটর জয়ন্ত সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হয়। জয়ন্ত সেনগুপ্ত এ প্রসঙ্গে জানান যে, এই টুপি আসল। তিনি আরো জানান যে, লালকেল্লা থেকে নেতাজির চশমা, তরোয়াল সহ আরো বেশ কিছু সামগ্রীর সঙ্গে এই টুপিটি আনা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। এই সমস্ত সামগ্রীগুলো আসল। ছ মাসের জন্য লালকেল্লা থেকে লোনে এগুলিকে আনা হয়েছে। এই সামগ্রী গুলি গত ২০ সে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছে। এই সামগ্রী গুলি আনতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে।

তবে, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্রকুমার বসুর এই টুইটের পর নানা বিতর্ক উঠতে থাকে। শেষ পর্যন্ত আসরে নামে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় যে, পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে, বিমা করিয়ে লালকেল্লা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ৬ মাসের জন্য নেতাজির স্মৃতিবিজড়িত বিভিন্ন সামগ্রী লোনে পাঠানো হয়েছে। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এক বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল।

সেই প্রদর্শনীতে অংশ নেবার জন্য এই সামগ্রী গুলিকে এখানে পাঠানো হয়। এভাবে, একটি জাদুঘর থেকে অন্য কোন জাদুঘরে লোন করে সামগ্রী পাঠিয়ে দেওয়া ইতিপূর্বেও হয়েছে। এভাবেই, গতকাল চন্দ্রকুমার বসুর টুইট পাওয়ার পর যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্তের বক্তব্য ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের বিবৃতি তার অবসান করেছে। নেতাজি অনুরাগীরাও নিশ্চিন্ত হতে পেরেছেন যে, নেতাজির স্মৃতি বিজড়িত সামগ্রী যথাস্থানে ও অক্ষত অবস্থায় রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!