এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লালবাড়ি দখলে তৃণমূলের বাধা তিন হেভিওয়েট? নয়া সমীকরণে বাড়ছে আশঙ্কা!

লালবাড়ি দখলে তৃণমূলের বাধা তিন হেভিওয়েট? নয়া সমীকরণে বাড়ছে আশঙ্কা!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কলকাতা পৌরসভার নির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। তবে তৃণমূলের বিড়ম্বনা ক্রমশ বাড়ছে। এবার লালবাড়ি দখলের ক্ষেত্রে দলের তিন হেভিওয়েট নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর কারনে রীতিমতো অস্বস্তি বৃদ্ধি হল ঘাসফুল শিবিরের। যেখানে কলকাতা পৌরসভার 68, 72 এবং 73 নম্বর ওয়ার্ডের টিকিট না পেয়ে তিন হেভিওয়েট নিজেদের মতো করে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছেন। যার ফলে তৃণমূল মুখে যতই শৃংখলার কথা বলুক, এই তিন হেভিওয়েটকে নিয়ে তাদের চিন্তা ক্রমশ বাড়ছে।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ড অর্থাৎ 73 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে এবার টিকিট দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়কে। আর তাতেই রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন এখানকার প্রাক্তন কাউন্সিলর রতন মালাকার। যার কারণে এখন তিনি নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গড়ে এই ধরনের ঘটনা ঘটার কারণে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে দীর্ঘদিন কলকাতা পৌরসভার চেয়ারম্যান থাকা সচিদানন্দ বন্দ্যোপাধ্যায়কেও এবার তৃণমূলের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়নি। যার কারণে 72 নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে সমস্যা। ইতিমধ্যেই সচ্চিদানন্দবাবু নির্দল হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। অন্যদিকে প্রথমে 68 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের নাম। কিন্তু পরবর্তীতে সেখানে তৃণমূলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুদর্শনা মুখোপাধ্যায়।

যার ফলে অনেকটাই ক্ষিপ্ত হয়েছেন তনিমা চট্টোপাধ্যায়। তিনিও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বাভাবিকভাবেই তিনটি ওয়ার্ডে তৃণমূলের তিন হেভিওয়েট টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে রীতিমতো হাঁসফাঁস অবস্থা ঘাসফুল শিবিরের। স্বভাবতই এই তিন নির্দল এখন তৃণমূলকে কতটা চাপে রাখে এবং শেষ পর্যন্ত এই সমস্ত ওয়ার্ডে কে জয়লাভ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!