এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > লালফৌজকে লালচোখ ভারতের! দিল্লির কড়া অবস্থানে ক্রমশ দিশেহারা অবস্থা জিনপিংয়ের সেনাবাহিনীর!

লালফৌজকে লালচোখ ভারতের! দিল্লির কড়া অবস্থানে ক্রমশ দিশেহারা অবস্থা জিনপিংয়ের সেনাবাহিনীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট ভারত চীন আন্তর্জাতিক সীমান্ত নিয়ে আবহাওয়া যে এখনো উত্তপ্ত তা বোঝা যাচ্ছে ভারতীয় সেনার বিভিন্ন পদক্ষেপে। সম্প্রতি গালওয়ান সীমান্তে চীন-ভারত সেনাদের মধ্যে রীতিমতো রক্তক্ষয়ী হাতাহাতি হয়। এই ঘটনায় ভারতীয় জওয়ানদের কুড়িজন শহীদ হন। যা নিয়ে দেশজুড়ে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। আর এর পরেই ভারত সরকার রীতিমত কড়া অবস্থান নেন চীনের বিরুদ্ধে। একের পর এক ভারতের বুকে চীনের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়।

যার ফলে চীন খুব স্বাভাবিক ভাবেই কিছুটা কোণঠাসা হয়ে পড়ে। কিন্তু আন্তর্জাতিক সীমান্ত নিয়ে চীন কিন্তু তাঁর দৌরাত্ম চালিয়ে যাচ্ছে। সূত্রের খবর, লাদাখে ইতিমধ্যে 17 হাজার সেনা মোতায়েন করেছে চীন। আর সেই কারণেই এবার ভারতীয় সেনার পক্ষ থেকে উত্তর লাদাখে পাল্টা চাল দেওয়া শুরু হল। ইতিমধ্যে জানা গেছে, লাদাখের দৌলত বেগ ওল্ডি ও ডেপসাং এলাকায় সেনা মোতায়েন শুরু করেছে চীন। আর চীনকে জবাব দিতেই এবার উত্তর লাদাখে পৌঁছতে শুরু করেছে একের পর এক ভারতের ভারী যুদ্ধ ট্যাংকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আন্তর্জাতিক সীমানায় একের পর এক অস্ত্র সাজিয়ে চীনকে মোক্ষম জবাব দেওয়ার অপেক্ষায় ভারত। ইতিমধ্যে কারাকোরাম পাসেও ভারতের পক্ষ থেকে সেনা মোতায়েন শুরু হয়েছে। জানা গেছে পেট্রোলিং পয়েন্ট 1 এবং 3 এ এপ্রিল মাস থেকে 17 হাজার সেনা মোতায়েন রেখেছে চীন। যার ফলে পিপি 10 এবং পিপি 13 এলাকায় ভারতীয় সেনাবাহিনীরা টহল দিতে পারছেনা। যার ফলে এবার যুদ্ধনীতি প্রয়োগ করার কথা ভাবতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

বেশ কিছুকাল আগে চীন pp7 এলাকার কাছে একটি ব্রিজ তৈরি করেছিল। যদিও সেই ব্রিজ ভারতীয় সেনাবাহিনী গুঁড়িয়ে দিয়েছিল। তবে চীনকে রুখতে যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে ভারত এগিয়ে চলেছে, তাতে আগামী দিনে ভারত চীন যুদ্ধ লাগার সমূহ সম্ভাবনা বলে মনে করছেন অনেকে। ভারতের হাতে ইতিমধ্যেই একের পর এক অস্ত্র আসতে শুরু করেছে বিদেশ থেকে। অন্যদিকে আন্তর্জাতিক মহলেও চীন ইতিমধ্যেই কিছুটা কোণঠাসা। এই অবস্থায় চীন ভারতের প্রতিবেশী শত্রু দেশগুলিকে নিজের দলে টানার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। তবে যুদ্ধ এখনো শুরু না হলেও ভারতীয় সেনারা কিন্তু রীতিমতো তৎপর। যেকোনো মুহূর্তে চীনকে প্রতিহত করতে প্রস্তুত তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!