এখন পড়ছেন
হোম > জাতীয় > লালকেল্লা দখলকে নিশ্চিত করতে ফের মাস্টারস্ট্রোক বিজেপির? প্রকাশ্যে এল রণনীতি!

লালকেল্লা দখলকে নিশ্চিত করতে ফের মাস্টারস্ট্রোক বিজেপির? প্রকাশ্যে এল রণনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  রাজনীতিতে সাফল্য পেতে হলে রণনীতি এবং রন-পরিকল্পনার দরকার। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের আগে নিজেদের অভ্যন্তরীণ বৈঠকের মধ্যে দিয়ে সেই পরিকল্পনা গ্রহণ করে থাকেন‌। বিশেষত, সর্বভারতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। সামনেই একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। আর তারপরেই 2024 সালের লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়তে শুরু করবে। তাই এখন থেকেই যাতে সাফল্যের মূলমন্ত্র রপ্ত করে ক্ষমতা দখলের পথ প্রশস্ত করা যায়, তার জন্য পরিকল্পনা শুরু করল ভারতীয় জনতা পার্টি। বিশেষ সূত্র মারফত খবর, এবার নয়া এক পরিকল্পনা সামনে এনে বাজিমাত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, পান্না মডেলকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে এখন বিভিন্ন রাজ্যের নির্বাচনের আগে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বলা বাহুল্য, এই “পান্না মডেল” এর আগেও প্রতিফলন করে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট সাফল্য পেয়েছিল। তাই তার উপর ভরসা রেখে বিভিন্ন পেশার মানুষদের যুক্ত করে মানুষের সঙ্গে জনসংযোগ গঠন করতে তৎপর হয়ে উঠেছে গেরুয়া শিবির। কেননা 2022 সালে উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। তাই সেই সমস্ত রাজ্যে যদি তারা ভালো ফলাফল করতে না পারে, তাহলে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে দিল্লির ক্ষমতা হাতে রাখা সম্ভব হবে না।

তাই সেই সমস্ত রাজ্যে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসে যাতে 2024 এর জন্য প্রস্তুতি নেওয়া যায়, তার জন্য এখন থেকেই এই পরিকল্পনা গেরুয়া শিবিরের। একাংশের মতে, এই পান্না মডেলের মধ্য দিয়ে বিজেপি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষদের জন্য যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে, তা তুলে ধরার চেষ্টা করবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এই কর্মসূচির মধ্যে যুক্ত করে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি সতীশ পুনিয়া বলেন, “বিধানসভা নির্বাচন কিছুটা দূরে রয়েছে। কিন্তু এখন আমরা কৌশল রচনা শুরু করে দিয়েছি। আমরা দেখেছি, কয়েকটি রাজ্য দলের ভিত শক্তিশালী করার জন্য ভিন্নভাবে কাজ করছে। ফলে আমরা তাদের মডেলগুলো অনুসরণ করব।” অনেকের দাবি, বর্তমানে বিরোধী মহাজোট ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে। একসাথে সমস্ত বিজেপি বিরোধী দল একত্রিত হয়ে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে সরানোর চেষ্টা করছে।

কিন্তু তার আগেই এই পান্না মডেলকে সামনে রেখে বিভিন্ন রাজ্যে সাফল্য পেতে মরিয়া হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। যাতে 2024 এর আগে কোনো রকম জটিলতা এবং সমস্যা তাদেরকে গ্রাস করতে না পারে, তার জন্য এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করে বিভিন্ন রাজ্য জয় করে দিল্লি জয়ের পথে এগোনোর চেষ্টা করছে গেরুয়া শিবির। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই স্ট্রাটেজিকে সামনে রেখে বিজেপি কতটা সাফল্য লাভ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!