এখন পড়ছেন
হোম > জাতীয় > ফেডারেল ফ্রন্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করে মমতাকে অস্বস্তিতে ফেলে দিলেন লালুপ্রসাদ

ফেডারেল ফ্রন্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করে মমতাকে অস্বস্তিতে ফেলে দিলেন লালুপ্রসাদ


গত সোমবার সন্ধ্যায় দলীয় কর্মসূচী নিয়ে দিল্লী সফরে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লী সফর কালে অবিজেপি ফ্রন্ট গঠনের উদ্দেশ্যে নানান আঞ্চলিক দলের নেতাদের সাথে আলাদা করে বৈঠক করেন তিনি। বৈঠক করেছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতীর সঙ্গেও। এমত অবস্থায় রাঁচি থেকে এইমসে চিকিৎসা করাতে আসা লালু প্রসাদ যাদব বলেন ফেডারেল ফ্রন্ট গঠন কংগ্রেসের উপস্থিতি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। নিজের কথার স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি বললেন একমাত্র কংগ্রেসই এই ফেডারেল ফ্রন্টের নেতৃত্ব প্রদানের যোগ্য।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এ বিষয়ে তাঁকে তৃতীয় ফ্রন্টের নেতৃত্বে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থাকবেন কী না প্রশ্ন করা হলে তিনি বললেন, ” সেটা সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী হবে। সেটা বৈঠক করেই ঠিক করা হবে।” কিন্তু কেন্দ্রের বিজেপি শাসনের অবসান ঘটাতে অবিজেপি জোটের গুরুত্ব বর্তমান সময়ে যে খুবই প্রাসঙ্গিক সেকথা স্বীকার করে নিয়েছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এদিন তিনি আরো বলেন যে আঞ্চলিক শক্তিগুলির মধ্যে এতদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অভাবের কারণেই কেন্দ্রে বিজেপি একছত্র ক্ষমতার অধিকারী হয়েছে। আর আঞ্চলিক শক্তি গুলি কংগ্রেসের নেতৃত্বে জোট বেঁধেই একমাত্র বিজেপি শাসনের অবসান ঘটাতে পারবে। যদিও প্রাথমিকভাবে ফেডারেল ফ্রন্টের প্রবক্তা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বিজেপি বিরোধিতায়, কংগ্রেসকে বাদ দিয়েই সমস্ত আঞ্চলিক দলগুলিকে নিয়ে চলতে। কিন্তু তাঁর ফেডারেল ফ্রন্টের অন্যতম মুখ লালু প্রাসাদ যাদব প্রকাশ্যেই কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলার জন্য সওয়াল করতেই বড়সড় অস্বস্তিতে পরে গেলেন তৃণমূল নেত্রী বলে মনে করা হচ্ছে। কেননা কংগ্রেসকে এই জোটে নিয়ে আসতে গেলে প্রকারান্তরে তা হয়ে দাঁড়াবে ইউপিএ জোট যা বাস্তবতা হারাবে ফেডারেল ফ্রন্টের বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!