এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “লাটের বাট” বলে আক্রমণ, বীরভূম থেকে একি বললেন অভিষেক!

“লাটের বাট” বলে আক্রমণ, বীরভূম থেকে একি বললেন অভিষেক!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন আগেই গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল। আর তারপর সম্প্রতি তার মেয়ে সুকন্যা মণ্ডল গ্রেপ্তার হয়েছে। যেখানে সুকন্যা মন্ডলের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার বীরভূমের সভা থেকে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের একশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সম্পত্তিও 80 হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গোটা ঘটনায় “লাটের বাট” বলেও কটাক্ষ করলেন তিনি। যাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন বীরভূমে জনসংযোগ কর্মসূচিতে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের একশো গুন সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বলে বলা হচ্ছে। তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ছেলে জয় শাহ। তার তো 80 হাজার গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না! তিনি কি লাটের বাট! তাহলে তৃণমূল হলে তাকে গ্রেফতার করতে হবে, আর বিজেপি হলে তিনি মুক্তি পেয়ে যাবেন, এটা তো হতে পারে না। আমরা এর শেষ দেখে ছাড়ব।”

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করলেও তাকে কটাক্ষ করছে গেরুয়া শিবির। তাদের দাবি, সম্পত্তি বৃদ্ধি পাওয়াটা অন্যায় কিছু নয়‌। কিন্তু দেখতে হবে, কিভাবে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে! অনুব্রত মণ্ডল এবং তার মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে গরু পাচারের টাকা গিয়েছে। সেই কারণে অসৎ উপায়ে সম্পত্তি বৃদ্ধির কারণে তারা গ্রেফতার হয়েছেন। আর জয় শাহর বিরুদ্ধে যদি এরকম কোনো প্রমাণ থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন আদালতের দ্বারস্থ হচ্ছেন না! গোটা বিষয়টি থেকে নজর ঘোরাতেই তিনি এই ধরনের কথা বলছেন। স্বভাবতই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর গোটা ঘটনার গতি প্রকৃতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!