এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লেটারহেডে চাকরির সুপারিশ পত্র ! প্রাথমিকে নিয়োগ দুর্নীতির নথি জমা পড়লো আদালতে !

লেটারহেডে চাকরির সুপারিশ পত্র ! প্রাথমিকে নিয়োগ দুর্নীতির নথি জমা পড়লো আদালতে !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  ইতিমধ্যে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিনিয়মের অভিযোগ এনে সরব হয়েছে শাসক বিরোধীরা এমনকি শিক্ষক নিয়োগের মামলায় চলছে সিবিআই তদন্ত । আর এর মধ্যেই প্রকাশ্যে এলে বিস্ফোরক তথ্য , জানা যাচ্ছে ২০১৪ টেটে  প্রাথমিক স্কুলে শিক্ষক-শিক্ষিকার পদে বিশেষ কিছু প্রার্থী যাতে চাকরি পায় তার জন্য সুপারিশ করেছিলেন রাজ্যের শাসকদলের তিন বিধায়ক । অভিযোগ ঐ তিন জন বিধায়ক থাকা অবস্থায় নিজেদের লেটারহেডে নাম লিখে প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছেন।এই তিন বিধায়ক হলেন অখিল গিরি ,অসীম মাঝি , ও মুকুল পুত্র শুভ্রাংশু রায় ।

আর এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি । আর এই অভিযোগের ভিত্তিতে এদিন এই মামলার শুনানি হয়  যেখানে তৃণমূল বিধায়কের লেটারহেডে লেখা সুপারিশপত্র আদালতে পেশ করেন আইনজীবী । আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দীর্ঘ সময় শুনানি চললেও এই মামলায় এদিন রায়দান স্থগিত রয়েছে।এদিকে এই ঘটনার প্রেক্ষিতে শাসকদলের দাবি লেটারহেড চুরি করে বা তা ছাপিয়ে রাজ্যের শাসকদলকে বদনাম করার জন্য কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, ঠিকঠাক তদন্ত হলে ঠিকই জানা যাবে। তবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!