এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “লেভেল” নিয়ে শুভেন্দুর যুক্তি মেনে নিলেন অভিষেক! দর কষাকষি শুরু দুই নেতার!

“লেভেল” নিয়ে শুভেন্দুর যুক্তি মেনে নিলেন অভিষেক! দর কষাকষি শুরু দুই নেতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃণমূলে থাকার সময় থেকেই যে দুজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, তা শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পরই স্পষ্ট হয়ে গিয়েছে। এমনকি শুভেন্দুবাবুর গেরুয়া শিবিরে যোগদানের প্রধান কারণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা বুঝতে বাকি নেই কারোরই। নির্বাচনী প্রচারে দুই নেতা রাজনৈতিক আক্রমণ অপেক্ষা একে অপরকে উদ্দেশ্য করে গদ্দার, মীরজাফর, তোলাবাজ কিছুই বলতে বাকি রাখেননি।

এদিকে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর শুভেন্দু অধিকারী “রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে” এই চ্যালেঞ্জ রক্ষা করতে পারেননি। বরঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করে দলকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনে দিয়েছেন। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় ক্ষেত্রে দলকে বিস্তৃতি লাভ করবার জন্য সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন গুরুদায়িত্ব। তাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে বিজেপি ক্ষমতায় না আসলেও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় কে পরাজিত করে নিজের রাজনৈতিক অস্তিত্বের জানান দিয়েছেন শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপির রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তিনি। তবে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন দলীয় স্তরে অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন, ঠিক তেমনই শুভেন্দু অধিকারী দল ক্ষমতায় না আসলেও নিজের ব্যক্তিগত ক্যারিশমায় অর্জন করেছেন বিরোধী দলনেতা পদ। তাই ভোটের আগে দুই প্রতিপক্ষ দলের দুই নেতা যেমন একে অপরকে বিন্দুমাত্র কটাক্ষ করতে ছাড়তেন না, ফলাফল প্রকাশের পরেও তাদের সেই লড়াই অটুট থাকতে দেখা গেল।

যেখানে একে অপরের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে রীতীমত লেভেল নিয়ে প্রশ্ন তুলে দিলেন দুই নেতা। শুভেন্দু অধিকারী যখন বলছেন, তার লেভেল আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেভেল এক নয়, তখন কার্যত তা স্বীকার করে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেখানে শুভেন্দু অধিকারী এবং তার পরিবারকে “ত্রিপল চোর” বলে তার সাথে সত্যিই শুভেন্দু অধিকারীর লেভেল এক করা যায় না বলে পাল্টা রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বস্তুত, সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আসীন হওয়ার পর সোমবার প্রথম সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার দিল্লি থেকে তার জবাব দেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করতে গিয়ে রীতিমত তার লেভেল নিয়ে প্রশ্ন তুলে দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “যিনি বলেছেন, তিনি আমার লেভেলের নেতা নন। আমার লেভেলের কেউ কিছু বললে জবাব দেব। তাছাড়া আমি তৃণমূলকে কোনো রাজনৈতিক দল মনে করি না। ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। সর্বভারতীয় তৃণমূল একটা গরুর গাড়ির হেডলাইটের মত। ওই নিয়ে কথা না বলাই ভালো।” আর লেভেল নিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন করার সাথে সাথেই বিকেলে সৌগত রায়ের বাড়ি থেকে তার জবাব দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারীর যুক্তিকে কার্যত মেনে নিয়ে পাল্টা অধিকারী পরিবারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃস্পুত্র। তিনি বলেন, “ওনার লেভেলটা কি আমি জানতে চাইছি। তিন মাস আগে যখন প্রতিটি সভায় আমার বাপ-বাপান্ত করে কথা বলতেন, তখন লেভেলটা কি উপরে উঠে গিয়েছিল! নাকি এখন লেভেলটা নেমে এসেছে? এই যে এত বড় বড় কথা বলছেন, ওনার বাড়ির লোক তো ত্রিপলি চুরিতে অভিযুক্ত। নিশ্চিতভাবে উনি ঠিকই বলেছেন, ওনার লেভেল আর আমার লেভেল এক নয়।”

আর দুই দলের দুই নেতার এই রাজনৈতিক তরজা দেখে রীতিমত হতবাক বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, এতদিন রাজনৈতিক গণ্ডির মধ্যে হয়ত বা এই তরজা সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার তা ধীরে ধীরে পারিবারিক গণ্ডির মধ্যে প্রবেশ করতে শুরু করেছে।

একদিকে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এক সময় এক দলে ছিলেন এই দুই নেতা কিন্তু বিধানসভা নির্বাচনের আগে থেকেই চিত্রটা বদলাতে শুরু করে। নির্বাচনী প্রচারে একে অপরের উদ্দেশ্যে আক্রমণ- পাল্টা আক্রমণ রীতিমত সরগরম করে তোলে বাংলাকে। আর এবার লেভেল নিয়ে দুই নেতার প্রশ্ন, পাল্টা প্রশ্নে মাথায় হাত বঙ্গবাসীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!