এখন পড়ছেন
হোম > অন্যান্য > লাভের অঙ্ক কষতে সিদ্ধহস্ত কে? কোনো পরিস্থিতিতেই কি বদলাবেনা এই হিসেব? আসুন জেনে দেখি

লাভের অঙ্ক কষতে সিদ্ধহস্ত কে? কোনো পরিস্থিতিতেই কি বদলাবেনা এই হিসেব? আসুন জেনে দেখি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেক জল্পনার পর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে বহুপ্রতীক্ষিত আইপিএল। তবে খেলা শুরু হওয়ার আগে বোর্ডের কর্তাদের নিয়ম মেনে বেঁধে দেওয়া হয়েছে সমস্ত নিয়মকানুন। যা মানার পরেই খেলতে পারবেন দলের প্রতিযোগিরা। চলতি বছরের ১৯ শে সেপ্টেম্বর আমির্শাহিতে বসতে চলেছে এই খেলার জলসা। তবে সে আসরে দর্শকদের আনাগোনা এখনো পর্যন্ত স্থির হয়নি বলেই জানা গেছে। তবে পরবর্তীকালে পরিস্থিতি যদি ঠিক থাকে তবে সেখানেই অনুমতি দেওয়া যেতে পারে দর্শক প্রবেশের।

এমন অবস্থায় বোর্ডের তরফ থেকে সম্প্রতি চলছে স্পন্সরশিপ এর জন্য লড়াই। স্বভাবতই সেখানে দেখা যাচ্ছে একাধিক নাম করা কোম্পানির নাম। ইতিমধ্যেই দুজন কোস্পন্সারের নাম ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। তাদের মধ্যে রয়েছে আন অ্যাকাডেমি এবং ক্রেড। জানা গেছে এরা প্রত্যেকে বিসিসিআই কে প্রতি বছর ৬০ কোটি টাকা করে দেবেন। এছাড়া টাইটেল স্পন্সর এর জন্য বিসিসিআই নাকি ৩০০ কোটি টাকার দর হেঁকেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলেই বুঝতে পারছেন টাইটেল স্পন্সর যে ই হোক না কেনো তাকে এই টাকাটা দিতেই হবে। চলতি বছরে কিছুটা আগেই আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে তা পিছিয়ে হয়েছে সেপ্টেম্বর। ৫৩ দিন ধরে চলা এই খেলার তাই শেষের দিকে পড়বে দীপাবলির রেশ। আর করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের এবছর বাইরে সেলিব্রেট করার সুযোগ কম। উল্টে মাঠে দর্শকের প্রবেশাধিকার আপাতত না থাকায় বাড়ি বসেই খেলা উপভোগ করতে হবে। আর এটারই সুযোগ নিচ্ছে খেলা সম্প্রচারিত করার চ্যানেলগুলি।

শোনা গেছে, চ্যানেল কর্তিপক্ষের অনুমান এবছরের খেলার ভিউয়ার হবে আকাশ ছোঁয়া। তাই অ্যাড সংস্থাগুলি নিজেদের প্রচারের জন্য কোনো খামতি রাখতে চাইছে না। আর সেই সুযোগে খেলা সম্প্রচারের চ্যানেলটি হাঁকাচ্ছেন মোটা অংকের টাকা। যেখানে ৮ থেকে ১০ লক্ষ টাকা দাবি করেছেন তাঁরা কেবল ১০ সেকেন্ডের অ্যাড এর জন্য। কি হলো চোখ কপালে উঠলো নাকি আপনার?

তবে এখনো কিছু বাকি আছে মশাই। এদেরকে টেক্কা দিতে বিসিসিআই নাকি টুর্নামেন্ট সম্প্রচারের জন্য তিন হাজার দুশ সত্তর কোটি টাকা চেয়েছে সংশ্লিষ্ট চ্যানেল কর্তিপক্ষের কাছ থেকে। আর সেই জন্যই নাকি চ্যানেল কর্তিপক্ষ নিজেদের অ্যাডের দর কমাতে চাইছেন না। তবে শেষ পর্যন্ত এই দৌড়ে কে এগিয়ে থাকে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!