এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লক্ষীর ভান্ডার প্রকল্পে কাটমানির অভিযোগ, কার্যত মেজাজ হারালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী

লক্ষীর ভান্ডার প্রকল্পে কাটমানির অভিযোগ, কার্যত মেজাজ হারালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন জানাতে শুরু করেছেন বহু মহিলা। রাজ্যের সর্বত্র চলছে লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজ। বেশ কিছু স্থানে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। করোনা সংক্রমণ কালে এই ভিড় সংক্রমনের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে বলেও, আশঙ্কা করছেন অনেকে। এই অবস্থায় গতকাল শিলিগুড়ির হায়দার পাড়াতে একটি ক্যাম্পে নাম নথিভুক্ত করতে ভিড় করেছিলেন প্রচুর মহিলা।

এই ক্যাম্পে টাকা নিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফরম ফিলাপ করে দেয়া হচ্ছিল বলে, অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। একেবারে চেয়ার-টেবিল পেতে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফরম পূরণ করতে দেখা যাচ্ছিল এক যুবককে। তার বিনিময় নেয়া হচ্ছিল অর্থ। বহু মহিলা সেখানে ভিড় করেছিলেন। সরকারের পক্ষ থেকে হেলপ ডেস্ক এর ব্যবস্থা করা হলেও, সেখানে উপস্থিত হন বহু মহিলা। ভিড় অত্যন্ত বেশি থাকার কারণে দ্রুত ফরম ফিলাপের কাজ সম্পন্ন করতে চেয়েছিলেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, টাকা নিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফরম পূরণের অভিযোগ আসতেই সেখানে উপস্থিত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুরসভার প্রশাসক গৌতম দেব। ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি। যুবককে কলার ধরে পুলিশের হাতে তুলে দেন তিনি। কড়া মেজাজ নিয়ে কলার ধরে টানতে টানতে সেখান থেকে উঠিয়ে নিয়ে যান এই যুবককে।

এ প্রসঙ্গে তিনি জানালেন যে, সমস্ত জায়গায় তিনি যাচ্ছেন। সমস্ত ব্যবস্থা করা হয়তো যায়নি। কিন্তু মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। বৃষ্টির মধ্যেই ঘুরছেন তিনি। সেই সঙ্গে বড় বড় আধিকারিকেরাও রয়েছেন। তবে এভাবে টাকা নেওয়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গতকাল, হায়দার পাড়ার এই শিবিরে বহু মানুষ জমায়েত করেছিলেন। প্রবল বৃষ্টির মধ্যেও এসেছিলেন বহু মানুষ। এত মানুষের ভিড় ছিল যে, অবস্থা নিয়ন্ত্রণে নাজেহাল হতে হয়েছিল পুলিশকে। আর সেখানেই অর্থ নিয়ে ফরম পূরণের বিস্ফোরক অভিযোগ উঠেছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!